Ganesh Chaturthi 2023: গনেশ চতুর্থীতে এই ৪ রাশি কোটিপতি হবেন! এবারের গনেশ পুজো কাদের জন্য শুভ ? জানুন

।। প্রথম কলকাতা ।।

Ganesh Chaturthi 2023: এবারের গণেশ চতুর্থীতে এই ৪ রাশি বাড়িতে গণেশ পুজো করলে কোটিপতি হতে পারেন। মনের ইচ্ছা পূরণ হবেই এবারের গণেশ চতুর্থীতে। এই রাশির জীবনে শুভ যোগ আসবেই সিদ্ধিদাতা পুজোয় এই ভুল, ভুলেও করবেন না। ব্যবসায় বিপুল লোকসান হতে পারে। চাকরি চলে যেতে পারে আপনার। ভাদ্র মাসের শুক্লচতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। এবছর এই ৪ রাশির জীবন বদলাতে চলেছে গণেশ চতুর্থীতে। কীভাবে?

জ্যোতিষীদের একাংশ বলছেন মিথুন রাশিদের চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসবে এবছর গণেশ পুজো করলে। মনে সুখ আসবেই, আটকে থাকা কাজগুলো হয়ে যাবে, ব্যবসায় লাভ হবে, প্রচুর অর্থ আসবে আপনার ঘরে। ব্যবসা হঠাৎ ফুলে ফেঁপে উঠবে।

আপনি যদি সিংহ রাশির জাতক-জাতিকা হন সহকর্মীদের সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে সুখ আসবে। এই রাশিরও ব্যবসায় লাভের সুযোগ।

কর্কট রাশিরা  পেশাগত জীবন এগিয়ে যাবেন। এই সময়ে আপনার আয় ভালো হবে। আপনি আত্মবিশ্বাস এবং বুদ্ধি দিয়ে এগিয়ে যাবেন। এই রাশির জাতক-জাতিকাদের উন্নতি হবেই।

ধনু রাশিরা আটকে থাকা কাজে চেষ্টা করে সফলতা পাবেন। পরিবার থেকে সহযোগিতা পাবেন। এবছর গণেশ পুজো করলে ভাগ্য বদলে যাবে।

যে ব্যক্তি মন ভরে দেবতা গণেশের আরাধনা করেন তার জীবনে সুখ সমৃদ্ধি লেগেই থাকে। কোন ঝামেলাই তাকে স্পর্শ করতে পারে না। শুধু তাই নয়, তিনি যে কাজে হাত দেন সে কাজেই সফলতা পান। তিনি সব সময়েই সিদ্ধিদাতা গণেশের কৃপা পান।এমনটাই বিশ্বাস। গণেশ পুজোর সময় এই কয়েকটা বিষয় মাথায় রাখুন। আপনি যদি গণেশ পুজো করেন তাহলে লাল কাপড় দেবতার আসনে উপরে গণেশের মূর্তি রাখুন। গণেশ পূজোর সময় হলুদ চন্দন, সিঁদুর ,দুব্বা মালা অবশ্যই দেবতাকে নিবেদন করবেন। উত্তর পূর্ব দিকে গণেশের মূর্তি স্থাপন করবেন,
তবে প্রতিমার মুখ অবশ্যই পশ্চিমদিকে রেখে পুজো করবেন। পুজোয় থাকবে লাড্ডু ও মোদক। একই ঘরে দুটি গণেশের মূর্তি রাখবেন না। ভগবান শ্রী গণেশের মূর্তি পছন্দ করার সময় মনে রাখবেন যে ভগবান গণেশের শুঁড়
যেন বা দিকে ঝুঁকে থাকে। এমন মূর্তি প্রতিষ্ঠা করলে সুখ-সমৃদ্ধির পাশাপাশি সাফল্য আসে। যে মূর্তি ঘরে আনা হচ্ছেতার হাতে মোদক যেন অবশ্যই থাকে। গণেশকে ঘরে ঢোকানোর সময় মোদক নিবেদন করুন।

গণেশ চতুর্থীর দিন বাড়ি ও মণ্ডপে ঋদ্ধি সিদ্ধির দাতা গণপতির পুজো করা হয়। মনে করা হয়, এই দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের হাজির থাকেন গণেশ। তিনি ভক্তদের সমস্ত সমস্যা দূর করেন। দেশের বিভিন্ন জায়গায় চলছে গণপতি বন্দনার প্রস্তুতি। চলতি বছর ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গণেশ পুজো হবে, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা ৩৯ মিনিট থেকে চতুর্থী তিথি শুরু হচ্ছে। ১৯ সেপ্টেম্বর দুপুরে ১ টা ৪২ মিনিটে তা শেষ হবে। এদিন গণেশের বিশেষ পুজোর আয়োজন করেন তার ভক্তরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version