Aiburo Bhaat on Train: লোকাল ট্রেনের মেঝেতে আইবুড়ো ভাত! সহযাত্রীদের দুর্দান্ত উদ্যোগ

।। প্রথম কলকাতা ।।

Aiburo Bhaat on Train: নিজের গন্তব্যে নিজস্ব গতিতে ছুটে চলেছে লোকাল ট্রেন। বহন করে লক্ষ লক্ষ যাত্রী। বিভিন্ন প্রান্তের মানুষকে জুড়ে রাখে ট্রেনগুলো। এবার অভিনব ঘটনার সাক্ষী থাকল আপনার অত্যন্ত চেনা সেই ট্রেন। ট্রেনের ভিতরে মেঝেতে বসে রয়েছেন এক ব্যক্তি। তার সামনে সাজানো রকমারি পদ। না, কোন খাবারের থালা নেই। সুন্দর করে পরিবেশনও করা হয়নি। বিভিন্ন রঙের বিভিন্ন আকারের লাঞ্চ বক্সে রয়েছে সুস্বাদু খাবার। খাবারগুলো কেনাও নয়। আসলে ট্রেনের সহযাত্রীরা নিজ নিজ বাড়ি থেকে ভালো ভালো রান্না করে নিয়ে এসেছেন তাদের সহযাত্রীকে খাওয়াবেন বলে। কারণ সহযাত্রীর সামনেই বিয়েতে। তাই সবাই মিলে ট্রেনেই আইবুড়ো ভাত অনুষ্ঠানের আয়োজন করেন।

লোকাল ট্রেনের মধ্যে আইবুড়ো ভাত একেবারে নতুন ঘটনা নয়। চলতি বছরেই বেশ কয়েকবার দেখা গিয়েছে। হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেন অভিনব আইবুড়ো ভাতের সাক্ষী থেকেছে। তখন কালিয়া থেকে চিংড়ির দই মিষ্টি সহ চোদ্দ পদ সাজিয়ে লোকাল ট্রেনেই এক যুবককে দেয়া হয়েছিল আইবুড়ো ভাত। সেই ঘটনার আবারো পুনরাবৃত্তি ঘটলো। আয়োজনে আড়ম্বর নেই কিন্তু ভালোবাসা আছে অঢেল। ফেসবুকে ঘুরছে ভিডিওটি। যেখানে দেখা যায়, লোকাল ট্রেনের কামরায় বসেই চলছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। কেউবা যুবককে প্রাণ ভরে আশীর্বাদ করছেন, আবার কেউ বা মিষ্টি মুখ করাচ্ছেন।

সাধারণত বিয়ের আগে হবু বর কনেকে পরিপাটি করে আইবুড়ো ভাত খাওয়ানো হয়। খাবারের সঙ্গে থাকে প্রচুর ভালোবাসা। আগে পরিবারের তরফ থেকে আইবুড়ো দেয়া হতো। এখন সেই ছবিতে একটু বদল এসেছে। অফিসের সহকারীর কর্মী থেকে শুরু করে প্রিয়জন বন্ধু-বান্ধবরাও হবু বর কনেকে আইবুড়ো ভাত খাওয়ান। কেউ রেস্তোরাঁয়, আবার কেউ বা আয়োজন করেন বাড়িতে। একই ট্রেনে যাতায়াত করতে করতে সহযাত্রী হয়ে উঠেছে প্রিয় বন্ধু। তাই তো এত আয়োজন। সেই ভিডিও মন ছুঁয়েছে বহু মানুষের। কেউ টিফিন বক্সে এনেছেন পাঁচ রকমের ভাজা, কেউ মিষ্টি, কেউ ডাল মাছ, আবার কেউ বা মাছ মাংস লুচি। এই অনুষ্ঠানের কারণে অন্যান্য সহযাত্রীদের কোন অসুবিধা হয়নি। ট্রেনের জায়গা সীমিত ঠিকই। দরজার সামনে অল্প জায়গাতেই সমস্ত আয়োজন করা হয়েছিল। এটি হয়েছে রানাঘাট লোকালে। শোনা যাচ্ছে, যার ভিডিও ভাইরাল হয়েছে ওই যুবকের নাম আকাশ হালদার, সামনেই তার বিয়ে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version