Russia oil: তেলে উৎপাদনে কাটছাঁট রাশিয়ার! আমেরিকা শেষে তেল কিনবে ভারত থেকে?

।। প্রথম কলকাতা ।।

Russia oil: রাশিয়া তেলের উৎপাদন কমিয়ে দিতে চলেছে এবার জ্বালানির মহাসংকটে পড়ে যাবে ভারত।আমেরিকা কফিনে শেষ পেরেক পুঁততে চেয়েও পারল না।
জেনে রাখুন ওপেকের অন্তর্ভুক্ত দেশগুলো বা সৌদি আরব বিশ্বে তেলের ঘাটতি একেবারেই মেটাবে না বলে দিয়েছে। নয়া দিল্লির সামনে মাথা ঝুঁকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন গেম শুরু করে দিল?

রাশিয়া কতটা পাওয়ারফুল এবার হারে হারে টের পাবে বিশ্ব। আমেরিকা বলছে যুদ্ধ যদি কেউ থামাতে পারে একমাত্র নমোই পারবেন। হঠাৎ করে এতটা মাখন লাগানোর কারণ কি? ভারতের পায়ে পরে যেতেও যেন আমেরিকা রাজী।ভারত ফায়দা লুটবে পুরো দমে।রাশিয়ার এমনটা বাস্তবে করে দেবে ইউরোপ ভাবতে পারেনি৷ কিন্তু কলকাঠি নাড়ল পশ্চিমারা আর ভুগবে পুরো বিশ্ব৷

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নালের’ তথ্য বলছে, ক্রেমলিন ঘোষণা করে দিয়েছে তেলের উত্পাদন কমিয়ে দেবে তারা। কেন রাশিয়াকে এমন সিদ্ধান্ত নিতে হল? পশ্চিমারা তেলের দাম কমিয়ে টাইট দিতে চেয়েছিল পুতিনকে৷ পুতিন পাল্টা টাইট দিয়ে দিলেন৷ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছিল। রাশিয়া এবার বলে দিল তেল উৎপাদন কমিয়ে দেবে শতকরা ৫ শতাংশ।

ভাবছেন তো রাশিয়া নেই তো কী হয়েছে সৌদি আরব তো আছে? না নেই। ওপেক পরিস্কার বলে দিয়েছে বিশ্বে এরপর ক্রুড তেলের যে ঘাটতি তৈরি হবে তারা তা মেটাবে না। বাংলাদেশ তাহলে কি করবে এবার। সৌদির তেলের চাহিদা তাও বাড়বেই।এর মানে গ্লোবালি একটা ফাঁক কিন্তু তৈরী হবে। আমেরিকা, পশ্চিমারা তেলটা কিনবে কোথা থেকে?

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট ভারতের থেকেই রাশিয়ান তেল কিনতে পারে আমেরিকা। ভারত মোটা দামে সেই তেল বিক্রি করবে বাইডেনের দেশকে। সেটাই ভারতের কাছে সবথেকে বড় অপশন। কয়েক মাস আগেই আমেরিকা জানিয়েছিল, গভীর সমুদ্রে ভারতীয় জাহাজ রাশিয়ান ওয়েল ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল পশ্চিম উপকূলের গুজরাট বন্দরে নিয়ে আসছে সেখানে তেল পরিশোধনের পর তা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার কি সেটাই হবে?

আমেরিকা কেন ভারতের দিকে এতটা ঝুঁকছে বুঝতে পারছেন নিশ্চয়। বাংলাদেশও কি ভারত থেকে কিনতে পারে রাশিয়ার তেল? ২০২২ এ নিয়ে বিস্তর আলোচনা হলেও তা কনফার্ম হয়নি। বাংলাদেশ জানিয়েছিল তারা রাশিয়ার তেল নয়, আমরা ভারতের তেল নিতে পারে। এখনও আলোচনার পর্যায়েই রয়েছে গোটা বিষয়টা। তবে রাশিয়া তেল উৎপাদন কমিয়ে দিলে ভারতের তেলের পরিমাণ থেকেও কাটছাঁট হবে না তো? তাহলে মাঠে মারা যাবে আমেরিকার সব চাল সব অঙ্ক।

রাশিয়ার এই একটা সিদ্ধান্তের কত বড় প্রভাব, এফেক্ট এবার পড়তে পারে বিশ্বে? সেটাই আসল প্রশ্ন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version