।। প্রথম কলকাতা।।
CV Anand Bose: জগদীপ ধনখড়ের পর রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন ডক্টর সি ভি আনন্দ বোস। বুধবার রাজভবনে পৌনে এগারোটা নাগাদ শপথ গ্রহণের এই অনুষ্ঠান শুরু হয় । সেখানেই শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এছাড়াও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী সহ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
অন্যদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন রাজ্যের মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য , সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়সহ তৃণমূলের অন্যান্য বিধায়ক সাংসদরা। বুধবার সকাল থেকেই রাজভবনে চূড়ান্ত প্রস্তুতি চলছিল এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। অবশেষে বাংলার রাজ্যপাল পদে শপথ গ্রহণ করে দায়িত্ব কাঁধে তুলে নিলেন ডক্টর সি ভি আনন্দ বোস।
জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর মেঘালয়ের রাজ্যপাল লা গণেশনকে অস্থায়ীভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলার রাজ্যপালের পদ সামলানোর জন্য । পরবর্তীতে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করা হয়। ৭১ বছর বয়সী দক্ষিণ ভারতীয় অবসরপ্রাপ্ত আইএএস অফিসার আনন্দ বোসের নাম স্থায়ী রাজ্যপাল হিসেবে ঘোষণা করা হয়েছিল আগেই। তিনি এর আগে কেন্দ্রীয় সচিব হিসেবে কাজ করেছেন। এছাড়াও রাজ্যের মুখ্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মেঘালয় সরকারের উপদেষ্টা পদেও ছিলেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম