Rooqma Ray: ন্যাকামো, উনি যেন বিদেশে থাকেন’, প্রথমবার পান্তাভাত খেয়ে ট্রোল হলেন রুকমা

।। প্রথম কলকাতা ।।

 

Rooqma Ray: এই প্রথম নাকি পান্তা ভাত খেলেন রুকমা। সেই ভিডিও শেয়ার করতেই চরম ট্রোল হলেন অভিনেত্রী। তার লেবু চেপার ধরণ দেখে হেসে কুটিকুটি হলেন অনেকেই। কেউ বললেন, ন্যাকামো। যেন উনি বিদেশে থাকেন। আর একজন বললেন, বিদেশে যারা থাকে তারাও এতটা নাটক করে না। অন্যজন বললেন, এতো বড় হয়ে গেছে কোনওদিন জল দিয়ে ভাত খায়নি!

 

এমনটা হতেই পারে না। রাতে শুতে যাওয়ার আগে রুকমা খেলেন পান্তাভাত। নিজেই ভিডিও শেয়ার করে বলেছেন সেকথা। তাতেই কটাক্ষের বন্যা তাঁর কমেন্ট বক্সে। একজন তো লিখেই দিলেন, সিরিয়ালে আসার আগে কি করতেন? আচ্ছা, আপনাদের ভাতের ক্রেভিংস হয়? কি? ঠিক বুঝলেন না তো? মানে ভাত খাওয়ার ইচ্ছে হয় তো। কলকাতার মেয়ে রুকমা সেটাকেই ক্রেভিংস বলায় চটেছেন অনেকেই। তা রুকমা কী দিয়ে খেলেন প্রথম পান্তাভাত?

 

বাংলা টেলিভিশনে জনপ্রিয় মুখ রুকমা রায়। একের পর এক ধারাবাহিক এবং ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন। দেশের মাটি, লালকুঠি সহ বেশকিছু সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। তবে এইসবের মধ্যেই রুকমা জীবনে প্রথমবার পান্তাভাত খেলেন। আর সেই ভিডিও শেয়ার করতেই ট্রোল হলেন অভিনেত্রী।

 

বাঙালির গরমকালের প্রিয় খাবার হল পান্তাভাত। বেঁচে যাওয়া ভাতে জল ঢেলে তাতে লেবু চিপে পেঁয়াজ-কাঁচালঙ্কা দিয়ে খেলে পেট একেবারে ঠান্ডা। আর এর সঙ্গে যদি আলুভাজা, বেসন বড়া থাকে তাহলে তো সোনায় সোহাগা। বলিউডের অনেক তারকারই প্রিয় খাবার এই পান্তাভাত। কিন্তু রুকমা বাঙালি হয়েও পান্তাভাত নাকি খাননি এর আগে। আসলে শুটিংয়ের চাপে দুপুরে ভাত খাওয়া হয়নি। সেই ভাত তিনি রাতে খাচ্ছেন। শুকনো, খটখটে। জলের লেসমাত্র নেই। সেটাই নাকি তাঁর পান্তাভাত।

 

অনেকেই ভুল ধরিয়ে দিলেন। বললেন, দুপুরের ভাত জল থেকে ছেঁকে খেলে সেটা হয় ভিজেভাত। আগের দিনের জলে ভেজানো ভাত হল পান্তা। ভাতের সঙ্গে মিশে থাকবে জল। কাঁচা নুন সরষের তেল মাখিয়ে তা খেতে হয় দুপুরে, রাতে নয়। তা রুকমা কি দিয়ে খেলেন সাধের পান্তা?

 

রুকমা এই পান্তাভাতের সঙ্গে খেলেন কুমড়োর বড়া, আলুভাজা, পমফ্রেট মাছের ঝাল ও আলুচোখা। সঙ্গে লেবু, পেঁয়াজ ও কাঁচালঙ্কা। একজন লিখলেন, এতো নকশার ওপর ডিজাইন! অনেকেই বললেন, পান্তাভাতে কেউ তরকারি খায় না। রুকমাকে পান্তাভাতে নুন মাখতেও দেখা গেল না। প্রতি গ্রাসে লেবু চিপলেন হাতের তালু দিয়ে। আদৌ রস বের হল কিনা কে জানে! তাতেও প্রথম গ্রাস মুখে তুলতেই রুকমা জানালেন,প্রাণটা জুড়িয়ে গেল।

https://www.facebook.com/share/v/yhiXdTw6AHY59iFJ/?mibextid=0aVxPL

অনেকেই বললেন, এমন করছেন যেন কোনওদিন পান্তার নাম শোনেন নি। যদিও রুকমা এইসব ট্রোলকে পাত্তা না দিয়ে নিজের খাবারে মনোনিবেশ করেছেন। তিনি জানিয়েছেন, আগে মাছ খেতেন না একেবারেই। দিদি নম্বর ১-এ এসে মাছ দেখে কান্নাকাটিও করেছিলেন। তবে পরে মা তাঁকে মাছ খাওয়ানো আস্তে আস্তে শিখিয়েছেন।

 

https://fb.watch/sP_V_kVkEo/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version