।। প্রথম কলকাতা ।।
ভারতের ইউপিআই মার্কেটে গুটিকয়েক কোম্পানির যে একচেটিয়া বৃদ্ধি দেখা যাচ্ছিলো তা নিয়ন্ত্রন করতে ৩০ শতাংশ ভলিউম ক্যাপের প্রস্তাব রেখেছিলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। অর্থাৎ ইউপিআই অ্যাপগুলিতে লেনদেনের সীমা ৩০ শতাংশ ভীতরে রাখতে উদ্যোগী ছিল NPCI। নতুন বছর থেকেই লাগু হওয়ার কথা ছিল এই নিয়ম। কিন্তু এদিন সংস্থার তরফে এই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর, ২০২৪ অবধি করা হয়েছে।
২০২০ সালের নভেম্বরে প্রথম এই প্রস্তাব সামনে আসে। তারপর বছর গড়িয়ে গেলেও তা বাস্তবায়ন করা যায়নি। বর্তমানে ভারতে ইউপিআই মার্কেটে ৯৬ শতাংশ আধিপত্য রয়েছে কেবল তিনটি সংস্থার – Paytm, Google Pay এবং Phonepe।
এদিন এক বিবৃতিতে NPCI জানিয়েছে, ইউপিআই এর বর্তমান ব্যবহার, ভবিষ্যৎ সম্ভাবনা, এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলিকে বিবেচনায় রেখে, বিদ্যমান TPAP-এর (থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডার) সম্মতির সময়সীমা যা ভলিউম ক্যাপ দুই বছর বাড়ানো হয়েছে। এই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত করা হয়েছে।
আরও পড়ুন : ভারতের সবচেয়ে মূল্যবান সংস্থা মুকেশ আম্বানির রিলায়েন্স ইনডাস্ট্রিজ
এর আগে যে সময়সীমা দেওয়া হয়েছিল তা ছিল ৩১ ডিসেম্বর ২০২২। এই তারিখের পর সমস্ত ইউপিআই অ্যাপগুলিকে মাসিক ইউপিআই লেনদেনের ভলিউমে ৩০ শতাংশ বা তার কম রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও আজকের ঘোষণার পর এই সময়সীমা আর বজায় থাকছে না।
উল্লেখযোগ্য বিষয়, NPCI এর পরিসংখ্যান বলছে অক্টোবর মাসে PhonePe-এর ইউপিআই মার্কেটে অংশীদারিত্ব ছিল ৪৭ শতাংশ। যেখানে Google Pay এর ছিল ৩৪ শতাংশ এবং Paytm এর ১৫ শতাংশ। অন্যান্য থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডার যেমন Amazon Pay, WhatsApp Pay এর অংশীদারিত্ব এই তিন সংস্থার কাছে খুবই কম। মূলত, ইউজারদের কাছে বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই তিন ইউপিআই অ্যাপ।