ভারতের সবচেয়ে মূল্যবান সংস্থা মুকেশ আম্বানির রিলায়েন্স ইনডাস্ট্রিজ

Reliance Industries: টাটা কনসাল্টেন্সি (Tata Consultancy) ও আদানি গ্রূপকে (Adani Group) পিছনে ফেলে হুরুন ইন্ডিয়ার ২০২২ সবচেয়ে মূল্যবান সংস্থার শীর্ষে জায়গা করে নিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইনডাস্ট্রিজ।

।। প্রথম কলকাতা ।।

কিছুটা প্রত্যাশিত হলেও কঠিন প্রতিপক্ষ টাটা এবং গৌতম আদানির আদানি গ্রূপকে (Adani Group) টপকে দেশের সবচেয়ে মূল্যবান সংস্থার শিরোপা জিতে নিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। এদিন অ্যাক্সিস প্রাইভেট ব্যাঙ্কিং বিজনেস এবং বার্গান্ডি প্রাইভেট হুরুন ইন্ডিয়ার তরফে ভারতের ৫০০ ধনী সংস্থার তালিকা প্রকাশ করা হয়। আর এই তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির রিলায়েন্স।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মূলধন বর্তমানে রয়েছে ১৭.২ লক্ষ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৩.৬ শতাংশ বৃদ্ধি। এই তালিকায় রিলায়েন্সের ঘাড়ে নিশ্বাস ফেলছে টাটা কনসাল্টেন্সি (Tata Consultancy)। মূলধনে ১০.৮ শতাংশ পতন হওয়া সত্ত্বেও তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এই সংস্থার মূলধন ১১.৬ লক্ষ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে এইচডিএফসি ব্যাংক (HDFC Bank) যার মূলধন ৮.৩ লক্ষ কোটি টাকা।

 

আরও পড়ুন : ফ্যাকাসে বিটকয়েন, ইথিরিয়াম! দাম পড়তেই ১.৪% ভ্যালুয়েশন কমলো ক্রিপ্টো বাজারের

 

ভারতের সবচেয়ে ধনী কোম্পানি

১. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ – মূলধন ১৭.২ লক্ষ কোটি টাকা

২. টাটা কনসাল্টেন্সি – মূলধন ১১.৬ লক্ষ কোটি টাকা

৩. এইচডিএফসি ব্যাংক – মূলধন ৮.৩ লক্ষ টাকা

৪. ইনফোসিস – মূলধন ৬.৪ লক্ষ টাকা

৫. আইসিআইসিআই ব্যাংক – মূলধন ৬.৩ লক্ষ টাকা

৬. ভারতী এয়ারটেল – মূলধন ৪.৮ লক্ষ টাকা

৭. হাউজিং ডেভলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন – মূলধন ৪.৪ লক্ষ টাকা

৮. আইটিসি – মূলধন ৪.৩ লক্ষ টাকা

৯. আদানি টোটাল গ্যাস – মূলধন ৩.৯ লক্ষ টাকা

১০. আদানি এন্টারপ্রাইজ – মূলধন ৩.৮ লক্ষ টাকা

ইকোনোমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, উপরোক্ত শীর্ষ দশটি সবচেয়ে ধনী ভারতীয় সংস্থাগুলির মোট মূল্য গত ১ দশকে ২৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ তো গেল শেয়ার বাজারে নথিভুক্ত বা লিস্টেড সংস্থাগুলির তালিকা। যে সব ভারতীয় সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত নয় তাদের মধ্যে শীর্ষে রয়েছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই সংস্থার মূলধন ২.১ লক্ষ কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে রয়েছে যথাক্রমে – বাইজু (BYJU) মূলধন ১.৮ লক্ষ কোটি টাকা এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া মূলধন ১.৩ লক্ষ কোটি টাকা।

এই তালিকায় যে ৫০০ টি ধনী সংস্থা রয়েছে তার মধ্যে অর্ধেক দেশের তিন শহর থেকে আসে। শীর্ষে রয়েছে মুম্বাই। তালিকার ১৫৯ টি সংস্থা মুম্বাই শহর ভিত্তিক, ৬৩ টি বেঙ্গালুরুর এবং ৪২ টি দিল্লির।

Exit mobile version