তেল নয়, জল দিলেই জ্বলছে প্রদীপ! বাড়িতেও বানাতে পারবেন কীভাবে? জানুন

।। প্রথম কলকাতা ।।

জল ঢাললেই জ্বলে উঠছে প্রদীপ। তেলের খরচ বেঁচে যাচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো এ যেন ম্যাজিক! অদ্ভুত ব্যাপার। তেল ঢেলে এতোদিন প্রদীপ জ্বালাতে হতো, অনেকে আবার ঘিয়ের প্রদীপ জ্বালাতেন কিন্তু এ প্রদীপে আপনার কোনও খরচই নেই। দিওয়ালির বাজার কাঁপাতে একাই একশো। প্রদীপের মধ্যে দুই ফোঁটা জল দিলেই সুন্দর আলো। দীপাবলির বাজারে মেড ইন ইন্ডিয়া জল প্রদীপে কাবু চিনা লাইট। কীভাবে সম্ভব হচ্ছে? কোনও ইলেকট্রিক কানেকশন নেই, নেই কোনও আগুন। এই প্রদীপ আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন কী কী লাগবে, কীভাবে তৈরি করবেন ? সব খুঁটিনাটি জানুন এই প্রতিবেদনে। ক্রেতাদের সামনেই প্রদীপের মধ্যে দুই ফোঁটা জল দিয়ে আলো জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছেন বিক্রেতা। এবার টুনি লাইটের থেকে ম্যাজিক প্রদীপ কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে।

দামেও যে খুব বেশি এমনটা নয়ৎ৩০ থেকে ৫০ৎটাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। জোরে হাওয়া দিলেও এই প্রদীপ নেভার কোনও চান্স নেই। মাটির-রং এর মতোই দেখতে প্রদীপগুলি। বাড়িতেও বানাতে পারেন এই ফর্মুলা মেনেই। ফাইবার দিয়ে তৈরি হয়েছে এই প্রদীপ। সলতের মুখটা যেখানে থাকে সেখানে রয়েছে একটি এলইডি ল্যাম্প। প্রদীপের সঙ্গে একটি ব্যাটারি ও সার্কিট রাখা আছে। আর যেখানে প্রদীপের তেল দেওয়া থাকে সেখানে রাখা হয়েছে একটি স্ক্রু। এদিকে তার উপর জল রাখলেই ফর্মুলা মেনে শর্ট সার্কিটের মাধ্যমে নেগেটিভ ও পজিটিভের মধ্যে যোগ তৈরি হচ্ছে আর তার জেরে জ্বলে উঠছে এলইডি ল্যাম্প। এতে কোনোও কারেন্ট হওয়ার সম্ভাবনা নেই নেই ভয়ের কারণ।

এই প্রদীপ নেভানোর জন্য় আলাদা কোনও সুইচ নেই। জল ফেলে দিলেই সার্কিট অফ। আর ঝুপ করে নিভে যাবে আপনার সাধের জল প্রদীপ। চিনা লাইটকে পিছনে ফেলেবিভিন্ন জায়গায় বিক্রি বেড়েছে জল প্রদীপের।উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই মার্কেট দখল করেছে জল প্রদীপ। স্বাভাবিকভাবেই এ বছরের দীপাবলি বা দিওয়ালিতে প্রদীপের চাহিদা তুঙ্গে। সামনেই দেওয়ালি। বাজারে মাটির প্রদীপ আছেই। তার সঙ্গেই আসছে এলইডির জাদু। তবে এই জল প্রদীপ এবছর জ্বালানোর ইচ্ছা হয় অনেকেরই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version