Pakistan: ‘পাকিস্তানের প্রতি অনুগত নন,’ বিলাওয়াল ভুট্টোকে তিরস্কার ইমরান খানের

।। প্রথম কলকাতা ।।

Pakistan: সামরিক আইন সম্পর্কে মন্তব্যের জন্য পাকিস্তান পিপলস পার্টি (PPP) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে (Bilawal Bhutto Zardari) আক্রমণ করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রধান ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন যে এই ধরনের মানুষরা দেশের প্রতি অনুগত নয়। দ্য নিউজ ইন্টারন্যাশনালকে ইমরান খান বলেছেন, “যারা সামরিক আইন দেখতে চায় তারা দেশের প্রতি অনুগত নয়।”

এর আগে সোমবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে চলমান মামলার শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করা না হলে দেশে জরুরি অবস্থা বা সামরিক শাসন জারি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ আদালতের বেঞ্চ গঠনের দাবি জানিয়ে বলেন, যদি এটি গঠিত না হয়, তাহলে এটি সামরিক আইন বা দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

ইমরান খান দাবি করেছেন, এই রায়ের পর ক্ষমতাসীন জোট সুপ্রিম কোর্টের বিচারপতিদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। তিনি বলেন, দেশে আইনের শাসন বিরাজ করছে। তোষাখানা মামলায় দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রী। বিক্রির বিবরণ শেয়ার না করার জন্য গত বছরের অক্টোবরে ইমরান খানকে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) অযোগ্য ঘোষণা করেছিল। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে উপহার পেয়েছিলেন তা বিক্রি করার অভিযোগে ফৌজদারি আইনে তাকে শাস্তি দেওয়ার জন্য নির্বাচনী সংস্থা পরে জেলা আদালতে অভিযোগ দায়ের করে।

ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে। অন্যদিকে লাহোর হাইকোর্ট গত মাসে ইমরান খানকে সন্ত্রাসবাদের আটটি মামলা এবং একটি দেওয়ানী মামলায় প্রতিরক্ষামূলক জামিন দেয়। গত এপ্রিলে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতা থেকে অপসারিত হন ইমরান খান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version