কোনভাবেই পা ফাটা দূর হচ্ছে না? ক্রিমের বদলে বেছে নিন মোম।

।। প্রথম কলকাতা ।।

শীত শুরুর আগেই পা ফাটছে? কিভাবে এই ফাটা দূর ষ করবেন সেই নিয়ে চিন্তা করছেন? ক্রিমের বদলে বেছে নিন মোম। একদম সেরে যাবে পা ফাটা। পাবেন কোমল মোলায়েম গোড়ালি। কোন মোম ব্যবহার করবেন? আর কিভাবে করবেন? জেনে নিন। শীতের আমেজ জাঁকিয়ে না বসলেও, হালকা ঠান্ডা পড়ে গিয়েছে। এখন বেশ টান ধরছে হাত-পায়ের চামড়ায়। এরই মাঝে ফাটছে আপনার গোড়ালি। এক্সফোলিয়েশন, ক্রিম, ময়েশ্চারাইজারে যে খুব কাজ হচ্ছে তা কিন্তু মোটেই নয়। একটু খেয়াল করে দেখুন, ময়েশ্চারাইজার ব্যবহারের পর ফাটা গোড়ালি কি সুন্দর দেখাচ্ছে? গোড়ালির ফাটা ত্বক মসৃণ করা মোটেই সহজ কাজ নয়। সুতরাং, এখানে আপনাকে বাড়তি যত্ন নিতেই হবে।

ক্রিম বা ময়েশ্চারাইজারের বদলে মোমের উপর ভরসা রাখতে হবে। শুনে অবাক হচ্ছেন? কিন্তু বিশেষজ্ঞদের দাবি, মোম ফাটা গোড়ালির সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে পারে। কিন্তু কীভাবে মোম ব্যবহার করবেন কিংবা কোন মোম ব্যবহার করবেন, সেটাই অনেকে জানেন না। এই টিপস রইল আপনার জন্য। ওয়াক্সিং করার জন্য মোম ব্যবহার করে থাকেন অনেকেই। এবার সেই মোম ব্যবহার করুন গোড়ালিতে। প্যারাফিন মোম ফাটা পায়ের সমস্যা দূর করতে সবচেয়ে বেশি কার্যকর। কীভাবে ব্যবহার করবেন এই মোম, চলুন জেনে নেওয়া যাক

একটি পাত্রে সামান্য মোম নিন। মোমটা প্রথমে গলিয়ে ফেলবেন। প্যারাফিন মোম কঠিন আকারে পাওয়া যায়। তাই এটি গলিয়ে নেওয়া জরুরি। মোম গলে গেলে এর মধ্যে দু’চামচ সর্ষের তেল ঢেলে দিন। উপাদান দুটি ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি একটু ঠান্ডা হতে দিন। মিশ্রণটি সামান্য ঠান্ডা হয়ে গেলে এটি পায়ের ফাটা অংশে লাগান। এটি শুকিয়ে গেলে পা মুছে ফেলুন। ফাটা পায়ের সমস্যা যতদিন পর্যন্ত না নির্মূল হচ্ছে, আপনাকে এভাবেই মোম ব্যবহার করতে হবে। ধীরে ধীরে দেখবেন গোড়ালি আগের চাইতে অনেক বেশি মসৃণ হয়ে গিয়েছে। এর মাঝে কিন্তু ত্বক এক্সফোলিয়েট ও ময়েশ্চারাইজ করতে ভুলবেন না যেন।

মাথায় রাখবেন পা ফাটা যদি অতিরিক্ত হয়ে যায়। তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য শুধু মাত্র পরামর্শস্বরূপ। চিকিৎসার বিকল্প কিছু হতে পারে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version