।। প্রথম কলকাতা ।।
Kolkata High Court: প্রাথমিকে এখন শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে না পার্শ্ব শিক্ষকদের। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। আদালতের নির্দেশ অনুযায়ী পর্ষদ কাজ করবে এমনটাই জানানো হয়েছে। তবে এক্ষেত্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনরকম বাধা সৃষ্টি হবে না। সাধারণভাবেই চলবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার এমনই নির্দেশ দেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে ৩০ জানুয়ারি।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল যে, বর্তমানে যে সকল প্যারা টিচাররা (Parateacher) প্রাথমিকে কর্মরত তাদের ১০ শতাংশকে শিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে। তবে এই নিয়োগ চলবে তাদের যোগ্যতার বিচারে। পর্ষদের এহেন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আপার প্রাথমিকের বেশ কয়েকজন পার্শ্ব শিক্ষক হাইকোর্টে মামলা দায়ের করেন। দাবি ছিল একই রকম ভাবে প্রাথমিকের (Primary) পার্শ্ব শিক্ষকদের মতো তাদেরকেও সুযোগ-সুবিধা দিতে হবে। এই মামলায় ২০২২ সালের ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই উচ্চ প্রাথমিকের (Upper Primary) দশ শতাংশ পার্শ্ব শিক্ষকদের নিয়োগের সুযোগ দিতে হবে।
এই নির্দেশের পর আদালতের রায়কে চ্যালেঞ্জ জানান প্রাথমিকের প্রায় ৫০ জন প্যারা টিচার। তাঁরা বছর শেষের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। করেছিলেন। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার শুনানিতে জানানো হয় এই মুহূর্তে কোন প্যারা টিচার নিয়োগ করা হবে না প্রাথমিকে। এই বিষয়ে কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরবর্তী শুনানিতে প্যারা টিচার নিয়োগ সংক্রান্ত মামলায় আদালত যা নির্দেশ দেবে তার উপরই পর্ষদের সিদ্ধান্ত নির্ভর করবে, এমনটাই জানা গিয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম