।। প্রথম কলকাতা ।।
Aindrila Sabyasachi: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অসুস্থতার সময় তাঁর পাশে সব সময় ভরসার কাঁধ হিসেবে উপস্থিত থেকে ছিলেন বন্ধু সব্যসাচী । ঐন্দ্রিলার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত আপডেট জানতে অনুরাগীরা সব্যসাচীর একটা পোস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন । কিন্তু রবিবার ঐন্দ্রিলার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ফেসবুক থেকে নিজের প্রোফাইলটি সরিয়ে নিয়েছেন তিনি।
শনিবার রাতে হঠাৎই সব্যসাচী নিজের ফেসবুক প্রোফাইল থেকে ঐন্দ্রিলার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত আপডেট মুছে ফেলেছিলেন। তারপরেই জল্পনা শুরু হয় অনুরাগী মহলে। তাদের মধ্যে অনেকেই খারাপ কিছুর আশঙ্কা করেছিলেন। পরবর্তীতে রবিবার দুপুর একটা নাগাদ জানা যায় ফিরতে চেয়েও ফিরে আসতে পারেননি ঐন্দ্রিলা। এদিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অনুরাগী মহলের অনেকেই বলছেন, খারাপ কিছুর আশঙ্কা হয়তো আগে থেকেই করতে পেরেছিলেন সব্যসাচী। তাই ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
কুড়ি দিন ধরে ঐন্দ্রিলার সমস্ত খারাপ খবর কিংবা ভালো খবর সবই অনুরাগীদের কাছে পৌঁছে দিচ্ছিলেন সব্যসাচী। তিনি জানিয়েছিলেন যেমন নিজের হাতে ঐন্দ্রিলাকে তিনি নিয়ে এসেছেন সেই ভাবেই সুস্থ করে ফিরিয়ে নিয়ে যাবেন। এরপর হঠাৎ করেই তিনি নিজের ফেসবুকে পোস্ট করেন অলৌকিক কিছু প্রার্থনা করার জন্য। শুক্রবার সব্যসাচীর ফেসবুক পোস্ট দেখে আশার আলো জেগেছিল সকলের মনে। তিনি জানিয়েছিলেন চিকিৎসায় সামান্য সাড়া দিচ্ছে ঐন্দ্রিলা। কিন্তু শনিবার থেকে সেই ছবিতে বড়সড় বদল আসে। দুপুরে এবং রাতে পর পর বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত এই ধাক্কা আর সহ্য করে উঠতে পারল না ঐন্দ্রিলার শরীর। তবে ঐন্দ্রিলার বেঁচে ওঠার লড়াই আর ঐন্দ্রিলাকে বাঁচিয়ে রাখার জন্য সব্যসাচীর লড়াইয়ের সাক্ষী রইল সকলেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম