।। প্রথম কলকাতা ।।
Mahua Moitra: এথিক্স কমিটির রিপোর্টের সুপারিশেই সিলমোহর পড়েছে লোকসভায়। সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। লোকসভার পরম্পরার কথা স্মরণ করিয়ে স্পিকার ওম বিড়লা মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেননি। এ নিয়ে কেন্দ্রের বিরোধী দলের নেতারা নিজেদের মতামত প্রসন করেছিলেন। খোদ আসরে নামতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বহিস্কৃত হওয়ার পর সংসদ থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্রকে বলতে শোনা যায় ‘আমার বয়স এখন ৪৯। আগামী ৩০ বছর পর্যন্ত BJP-র বিরুদ্ধে লড়ব। এর শেষ দেখে ছাড়ব।’ তখন থেকেই আন্দাজ করা হচ্ছিল এবার কোন রাস্তায় হাঁটবেন মহুয়া মৈত্র? আইনি পথ বেছে নেবেন? যেমন ভাবনা তেমনি কাজ। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের এ বিষয়ে দ্বারস্থ হয়েছেন তিনি ।
জানা গেছে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিক ভাবে মামলা দায়ের করলেন মহুয়া। শীঘ্রই ওই মামলা শুনানির জন্য শীর্ষ আদালতে তালিকাভুক্ত হতে পারে। আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর, সুপ্রিম কোর্টে ১৫ পাতার আবেদন জানিয়েছেন তিনি। আবেদনপত্রে এথিক্স কমিটির রিপোর্ট এবং তাঁকে বহিষ্কারের প্রস্তাবকে ‘সত্যের বিকৃতি’ বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এথিক্স কমিটির তদন্তপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বহিস্কৃত এই সাংসদ । কী ভাবে তাঁকে ব্যক্তিগত প্রশ্ন করে শুনানিকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, সে কথারও উল্লেখ রয়েছে আবেদনে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম