বোস পুকুর মণ্ডপে নতুন চমক! ১২ হাজার গার্ডেন চেয়ার দিয়ে তৈরী হয়েছে ‘আয়োজন’

।। প্রথম কলকাতা ।।

নস্টালজিক গার্ডেন চেয়ারের কথা মনে পরে? এবার সেই গার্ডেন চেয়ারেই সেজে উঠবে মণ্ডপ। প্রায় চার তলা সমান প্যান্ডেল। পুরোটাই তৈরি গার্ডেন চেয়ারে। প্রায় ১২ হাজার গার্ডেন চেয়ার লেগেছে মণ্ডপ সাজাতে। আজ আপনাদের জানাবো দক্ষিণ কলকাতার বোস পুকুর শীতলা মন্দিরের অভিনব প্যান্ডেল কথা।

শরৎ আসতেই শুরু হয়ে গেছে পুজোর আমেজ। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আনন্দে মাতোয়ারা হবেন বঙ্গবাসী। শুরু হবে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া আর আড্ডা। সব মিলিয়ে বাঙালির আবেগ ফুটে উঠবে। অন্যদিকে কম্পিটিশন চলবে প্যান্ডেল গুলির মধ্যে। দক্ষিণ কলকাতার অন্যতম নামী পুজো বোসপুকুর শীতলা মন্দিরের দুর্গা পুজো। ৭৪ বছরে পদার্পণ করল বোসপুকুর শীতলা মন্দিরের পুজো। প্রতি বছরই তাঁদের পুজোয় থাকে নতুনত্বের ছোঁয়া। এ বছরের থিমও বেশ অভিনব। থিমের নাম দেওয়া হয়েছে ‘আয়োজন’। প্রায় হারিয়ে যাওয়া গার্ডেন চেয়ার দিয়েই তৈরী হচ্ছে থিম। এমন ভাবনার পিছনে রয়েছে সুন্দর অর্থ।

গার্ডেন চেয়ার মানে এখন নস্টালজিয়া। একটা সময় যেকোনো অনুষ্ঠান, বিয়ে, বা কোনও সভায় দেখা যেত গার্ডেন চেয়ার। সময়ের সাথে সাথে এখন তা হারিয়ে যেতে বসেছে। বিকল্প হিসেবে জায়গা করে নিয়েছে নানান ধরণের চেয়ার। সেই নস্টালজিয়াকে যেমন এক দিক থেকে তুলে ধরা হয়েছে থিমের মধ্যে দিয়ে ঠিক তেমনই মানুষের অংশগ্রহণ কে বোঝানো হয়েছে। এক একটি চেয়ার হলো এক একজন মানুষের প্রতিনিধিত্ব। একটা সুন্দর এবং বড়ো কাজ করতে গেলে প্রয়োজন অনেক মানুষের পরিশ্রম, চেষ্টা এবং সব শেষ উৎসাহ। এখানেও এক একটা চেয়ার দিয়ে ঠিক সেটাই বোঝাতে চেয়েছেন শিল্পী।

মূলত অনেক মানুষের পারিশ্রমের ফসল যে একটা মণ্ডপ সেটাই বোঝাতে চেয়েছেন শিল্পী অনির্বান দাস। মণ্ডপ সজ্জায় রয়েছে আরও অনেক চমক যা দেখতে কিন্তু অবশ্যই আসতে হবে বোসপুকুর শীতলা মন্দিরের পুজোয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version