Cyber Security Subject: উচ্চমাধ্যমিকে জুড়ছে নতুন বিষয়, সাইবার সুরক্ষার পাঠ মিলবে স্কুলেই

।। প্রথম কলকাতা ।।

Cyber Security Subject in WBCHSE : প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই মানুষ তার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। আজকের দিনে দাঁড়িয়ে ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য এমনকি ছোটখাটো জিনিস কেনাকাটার ক্ষেত্রেও অনলাইন পেমেন্টকেই গুরুত্ব দিচ্ছেন সকলে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে সাইবার সরণিতে ক্রমশ আনাগোনা বাড়ছে প্রতারকদের। যার কারণে এবার সাইবার সিকিউরিটি বা সাইবার সুরক্ষা নামক একটি বিষয়কে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে জুড়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথায়, আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩ সালে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবেন তাঁরা নিজেদের বিষয় হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সাইন্স পড়ার সুযোগ পাবেন। তবে পরবর্তী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৪ এর পাঠ্যক্রমে যুক্ত করা হবে সাইবার সিকিয়োরিটিকেও। এই বিষয়টি ঠিক কিভাবে স্কুল ছাত্র-ছাত্রীদের পড়ানো হবে তা নিয়ে একটি ব্লু প্রিন্ট তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

ডেটা সাইন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত যারা বিজ্ঞান বিভাগের পড়ুয়া, তাদের জন্যই থাকবে। কিন্তু এই সাইবার সিকিয়োরিটি বিজ্ঞান বিভাগ কলা বিভাগ সহ সব পড়ুয়ারাই পড়ার সুযোগ পাবেন। আগামী দিনে অনলাইন লেনদেন আরও বাড়বে, মানুষের অনলাইনে কাজ করার অভ্যেস আরও বৃদ্ধি পাবে। সেই জায়গা থেকেই সকলেরই সাইবার সুরক্ষা নিয়ে পড়াশোনা করার প্রয়োজন আছে বলে মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরবর্তীতে এই বিষয়টি পড়ুয়াদের চাকরির ক্ষেত্রেও একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন তাঁরা।

এই সাইবার সিকিয়োরিটি, সাইবার ক্রাইম এবং হ্যাকিং সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি নিয়ে একটি পরিষ্কার ধারণা পড়ুয়াদের দেওয়ার চেষ্টা করা হবে নতুন শিক্ষাবর্ষে। উচ্চ মাধ্যমিক স্তরে ডেটা সাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিয়োরিটির মতো বিষয়গুলি থাকলে হাতে-কলমে তা শিখতে পারবেন পড়ুয়ারা। যা পরবর্তীতে তাদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে কিছুটা বাড়তি সুবিধা দিতে পারে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version