Kolkata Traffic Police Workshop: পথ দুর্ঘটনা এড়াতে নয়া পদক্ষেপ, ওয়ার্কশপ করবে ট্রাফিক পুলিশ

।। প্রথম কলকাতা ।।

Kolkata Traffic Police Workshop: পথ দুর্ঘটনার কারণে গোটা দেশজুড়ে কত মানুষ প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, সেই হিসাব করতে গেলে সংখ্যাটা বেশ বড় অঙ্কের দাঁড়াবে। পথ দুর্ঘটনার দিক থেকে কোনভাবেই পিছিয়ে নেই মহানগরী কলকাতা। ট্রাফিক আইন (Traffic Rules) ভঙ্গ করা থেকে শুরু করে পথ দুর্ঘটনা এইগুলি কলকাতা শহরের প্রতিদিনের ব্যাপার হয়ে গিয়েছে। কিন্তু এবার এই সমস্যায় লাগাম লাগানোর চেষ্টা করছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। তাই বাণিজ্যিক গাড়ির চালক এবং অটো ড্রাইভারদের নিয়ে কর্মশালা করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

এই কর্মশালার মাধ্যমে অটো, অ্যাপ ক্যাব, বাস এবং ট্রাক চালকদের দেখানো হবে যে তাঁরা কীভাবে ট্রাফিক নিয়ম ভঙ্গ করছেন। শহরের প্রায় ৫০ টি ব্যস্ত জায়গায় সিসিটিভি লাইভ ফুটেজ দেখানো হবে এই ওয়ার্কশপে। ট্রাফিক পুলিশের অনুমান, এই কর্মশালায় (Workshop) উপস্থিত থাকা চালকরা বুঝতে পারবেন যে শহরের বিভিন্ন প্রান্তে কীভাবে প্রতি ঘন্টায় কত গাড়ির চালক ট্রাফিক আইন ভঙ্গ করছেন। কীভাবে তাঁরা ট্রাফিক আইন মেনে চলতে পারেন সেই বিষয়েও কিছু পরামর্শ দেওয়া হবে। এর মাধ্যমে গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং শহরে দুর্ঘটনার সংখ্যা কমে নিরাপত্তা বাড়বে এমনটাই মনে করছেন ট্রাফিকের ডিসি সুনীল যাদব।

সূত্রের খবর অনুযায়ী, মূলত শহরের যে সকল দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি রয়েছে সেখানেই এই ওয়ার্কশপ করা হবে। গত শুক্রবার কলকাতা ট্রাফিক পুলিশের একটি বৈঠক হয়। আর সেই বৈঠকে এই কর্মশালার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের দাবি, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে থাকেন গাড়িচালকরা (Drivers)। অনেক সময় এমনও অভিযোগ ওঠে যে বিনা কারণে গাড়ির চালকদের কাছ থেকে জরিমানা নেওয়া হয়। তবে এই কর্মশালার মাধ্যমে গাড়ি চালকদের বোঝানো হবে যে তাঁরা আসলে অনেক ট্রাফিক নিয়মই জানেন না। সেইগুলি ভঙ্গ করার কারণেই তাদের কাছ থেকে নেওয়া হয়ে থাকে জরিমানা। এটি সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইনের একটি অংশ বলে জানা গেছে ট্রাফিক পুলিশ সূত্রে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version