নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, সরাসরি ছুটবে মেট্রো! কবে শুরু পরিষেবা?

।। প্রথম কলকাতা ।।

কলকাতার মেট্রোতে চাপলেই সোজা পৌঁছে যাবেন বিমানবন্দরে। মাঝখানে অন্য কোন গাড়ির ঝামেলাই থাকবে না। নতুন রূপে সাজছে আপনার প্রিয় তিলোত্তমা। পাবেন ইউরোপের ছোঁয়া। নিউ গড়িয়া থেকে সরাসরি এবার মেট্রো পৌঁছাবে কলকাতা বিমানবন্দর পর্যন্ত। জোর কদমে চলছে কাজ। পাশাপাশি তৈরি হচ্ছে ইএম বাইপাসের কাছে নয়া মেট্রো স্টেশন।

কলকাতার মেট্রো অফিস যাত্রীদের কাছে প্রাণ বায়ুর মতো। তড়িঘড়ি অফিস পৌঁছাতে অনেকেই ভরসা রাখেন মেট্রোর উপর। মেট্রোরেল সব সময় যাত্রীদের নিরাপত্তার উপর বিশেষ জোর দিয়ে এসেছে। যাতে মানুষ ভালোভাবে পরিষেবা পায় তাই এত কিছু পরিকল্পনা। যাত্রীদের কথা মাথায় রেখে মেট্রোর আধুনিকীকরণ চলছে।

তাহলে কবে দৌড়াবে নিউ গড়িয়া টু বিমানবন্দর মেট্রোর চাকা? খুশির খবর মিলবে খুব শীঘ্রই। নির্মীয়মান এই পথের প্রথম পর্বে রয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশ। সেখানেই হয়ত বছর শেষে পরিষেবা চালু হতে পারে। আপাতত ভাবা হচ্ছে, একটি মাত্র ট্রেন পরিষেবার কথা।

কলকাতা মেট্রো পরিষেবা শুরু হয় ১৯৮৪ সালে যা, ভারতের মধ্যে প্রথম। তিলোত্তমার মেট্রো একটু বিশেষ। কলকাতাতেই তৈরি হয়েছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। এছাড়াও ইউরোপীয় প্রযুক্তিতে সাজানো হচ্ছে মেট্রো গুলিকে। আগে বৈদ্যুতিক গোলযোগে মেট্রো পরিষেবায় ভীষণ ব্যাঘাত ঘটাত। কিন্তু সেই সমস্যাও এবার মিটতে চলেছে। ইতিমধ্যেই নতুন প্রযুক্তি চলে এসেছে কলকাতায়। ইউরোপীয় মেট্রো সমতুল্য প্রযুক্তিতে সাজছে কলকাতা মেট্রো।

নোয়াপাড়া, শ্যামবাজার, সেন্ট্রাল, যতীন দাস পার্ক সাবস্টেশনে ইনস্টল করা হবে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। যার ফলে বৈদ্যুতিক গোলযোগ হলেও মেট্রোকে দাঁড়িয়ে পড়তে হবে না। পাশাপাশি বাঁচবে কলকাতা মেট্রোর বিদ্যুৎ খরচ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version