পাকিস্তানে নয়া হামলা! ইউরোপ নিষিদ্ধ করে দিল এই কাজ, হুলুস্থুলু IS দায়স্বীকার করতেই

।। প্রথম কলকাতা ।।

পাকিস্তানের থেকে দূরে থাকো ওয়ার্নিং জারি ইউরোপের ইউনিয়নের। পাকিস্তানে বড়সড় হামলার ঘটনার খবর জানেন খাইবার পাখতুনখোয়ায় উদ্বেগ উত্তেজনা বাড়ছে। ইউরোপ হাত তুলে নেবে পাকিস্তানের ওপর থেকে? নিরাপত্তায় বিগ জিরো পাকিস্তান। পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণা করে দিতে পারে ইউরোপিয় ইউনিয়ন। কিন্তু কেন? গত ২৪ ঘন্টায় এমন কি ঘটে গেল সেখানে? রিপোর্ট বলছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাজনৈতিক সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আলজাজিরার রিপোর্ট বলছে উত্তর-পশ্চিম পাকিস্তানের এই ঘটনায় অন্তত ৫৪ জন প্রাণ হারিয়েছে বলে খবর।

আহতর সংখ্যাটা রীতিমত চমকে দিচ্ছে। অনেককেই এখনও পর্যন্ত ২০০ জনের জখম হওয়ার খবর, কিন্তু এমন বিপত্তির নেপথ্যে কারা আর এতে ইউরোপ চটছে কেন? তথ্য বলছে, ইউরোপীয় ইউনিয়নের অ্যাভিয়েশন সেফটি সংস্থা EASA সাবধান করে বলে দিয়েছে পাকিস্তানের এয়ার স্পেস একেবারেই নিরাপদ নয়। তাই পাকিস্তানের ওপর দিয়ে বিমান ওড়ানো একেবারেই সুরক্ষিত নয়। শ্যুট ডাউন হতে পারে তবে এই ওয়ার্নিং কার্যত প্রত্যাখান করে দেয় ইসলামাবাদ। জানতে পারা যাচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আফগানিস্তান সীমান্তের কাছে খার শহরে এই বিপত্তি ঘটেছে। সেখানে ‘জামিয়াত উলেমা-ই-ইসলাম-এফ’ (জেইউআই-এফ) নামক একটি সংগঠনের সমাবেশ ছিল। সংগঠনের অন্তত ৪০০ কর্মী-সমর্থক সেখানে জড়ো হয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই আনুষ্ঠানিকভাবে বোমা হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তে কাছে মানে অনেক গোষ্ঠীই রয়েছে সন্দেহের তালিকায় হামলার ধরন দেখে প্রাথমিক ভাবে অনুমান এই ঘটনার নেপথ্যে আইএস-এর হাত থাকতে পারে। অনেকেই বলছে ভাগ্যের কি পরিহাস, খেলা কীভাবে ঘুরল যে আইএস একসময় ভারতের বিরুদ্ধে ছক কষত তাদেরকেই এখন সন্দেহ করছে পাকিস্তান। বিশেষ তাবড় তাবড় থিঙ্ক ট্যাঙ্ক মনে করছেন পাকিস্তানে সন্ত্রাসবাদ এবার চরম সীমায় যেতে পারে কোটআনকোট ওয়ার অন টেরর বলা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version