NBSTC Service : যাত্রীদের জন্য দারুন ব্যবস্থা NBSTC-র, ঘরে বসেই মিলবে সব সুবিধা

।। প্রথম কলকাতা।।

NBSTC Service : দূরপাল্লার ট্রেনের যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীরা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। তাঁরা অনলাইনে টিকিট কেটে ফেলতে পারেন এবং ঘরে বসেই ট্রেনের টাইম টেবিল জেনে যেতে পারেন। এবার ঠিক এইরকমই সুবিধা আনতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ( NBSTC) । ঘরে বসেই এনবিএসটিসি এর যাত্রীরা যাতে বিভিন্ন পরিবহন সংক্রান্ত সুবিধা পেয়ে যেতে পারেন তার জন্য নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে ওয়েবসাইটকে। গত মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে এনবিএসটিসি এর নতুন ওয়েবসাইট ( Website) টিকে।

কী কী সুবিধা থাকছে ?

এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা খুব সহজেই জেনে নিতে পারবেন যে কোন ডিপো থেকে কটা বাস ছাড়ছে , সেটা কখন ছাড়বে এমনকি অনলাইনে দূর পাল্লার বাসের টিকিট পর্যন্ত কেটে রাখা যাবে আগে থেকে। এনবিএসটিসি এর টিকিট কাটা যাবে পরিবহন দফতরের ওয়েবসাইট থেকেও । কাজেই যাত্রীরা নিজেদের বাস ট্র্যাক করার সুবিধা পাবেন। এটি গন্তব্য থেকে কত দূরে রয়েছে , কতক্ষণে গিয়ে পৌঁছাবে, সবকিছুই আগে থেকে জানা যাবে।

এই ই-টিকেটিং সিস্টেম (E-ticketing System) চালু হওয়ার ফলে ঘরে বসে বিভিন্ন সুবিধা পেতে চলেছেন যাত্রীরা । প্রাথমিকভাবে জানানো হয়েছে, আগামী তিন মাসের মধ্যেই এই নতুন সিস্টেম চালু করা হবে। পূর্বে যদিও এনবিএসটিসি এর নিজস্ব ওয়েবসাইট ছিল । কিন্তু সেই ওয়েবসাইটে বিস্তারিত কোন তথ্য দেওয়া থাকত না । যার কারণে ওয়েবসাইট চেক করার পরেও যাত্রীরা সেই সুবিধা পেতেন না । কাজেই সেটা অসুবিধা হয়ে দাঁড়িয়েছিল । আর পুরনো ওয়েবসাইটের এই অসুবিধাকে দূর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল নতুন ভাবে ওয়েবসাইটটিকে সাজিয়ে তোলার । বর্তমানে একাধিক সুবিধাসহ এনবিএসটিসি এর ওয়েবসাইটের মাধ্যমে পরিষেবা পেতে চলেছেন যাত্রীরা। এমন খবর জানিয়েছেন এনবিএসটিসি এর চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version