National Anthem Disrespect Case: জাতীয় সংগীত অবমামনা মামলা, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

।। প্রথম কলকাতা ।।

National Anthem Disrespect Case: বিধানসভা চত্বরে জাতীয় সংগীত অবমাননার অভিযোগের তদন্তে লালবাজারে তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি বিধায়করা। এই মামলায় BJP বিধায়কদের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার পর্যন্ত করা যাবে না কোনও কড়া পদক্ষেপ, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছিল। এবার ডিভিশন বেঞ্চ পর্যন্ত গড়াল এই মামলা। কারণটা কি ? সেটি হল এই মামলায় ১০ জন বিজেপি বিধায়ককে একক বেঞ্চ রক্ষাকবচ দিয়েছিল। রাজ্য তার বিরোধিতা করেই দ্বারস্থ হয়েছে ডিভিশন বেঞ্চের।

এর আগে আদালতের এই মামলার প্রেক্ষিতে আদালত ব্যাখ্যা চেয়েছিল, তৃণমূলের বিক্ষোভের সময় কেন জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছিল ? যখন তখন এভাবে জাতীয় সংগীত পরিবেশন করা যায় না বলে জানানো হয়েছিল।

উল্লেখ্য, গত বুধবার রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়করা প্রতিবাদ দেখাচ্ছিলেন। সেই সময় তৃণমূল বিধায়করা জাতীয় সংগীত গাইছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছিল বিজেপি বিধায়কদের তরফে। এতে জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়। লালবাজার থেকে এই ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়কদের ডেকে পাঠানোও হয়েছিল। বিজেপি বিধায়করা রাজ্যের এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এবার রাজ্য এই মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল। এখন দেখার ডিভিশন বেঞ্চ জাতীয় সংগীত অবমাননা মামলায় ঠিক কী নির্দেশ দেয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version