Mysterious Light: সন্ধ্যার আকাশে রহস্যজনক আলো! রাজ্য জুড়ে সকলেরই প্রশ্ন হচ্ছেটা কী ?

।। প্রথম কলকাতা ।।

Mysterious Light: সন্ধ্যার অন্ধকার তখন ঘনিয়ে এসেছে। ঘড়িতে সময় ওই ছয়টার কাছাকাছি। ঠিক সেই সময় পূর্বের আকাশে এক অদ্ভুত আলো দেখতে পেয়ে রীতিমতো ওই আলোকে ঘিরে কৌতুহলী হয়ে উঠেছে সাধারণ মানুষ। কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এই দৃশ্য দেখতে পাওয়া যায়। এমনকি সামাজিক মাধ্যমেও এর ভিডিও বর্তমানে ছড়িয়ে পড়েছে।

বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া সহ একাধিক জেলা থেকে ওই আলোটি দেখতে পান বহু মানুষ। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, সন্ধ্যা ৫.৫০ থেকে ছ’টার মধ্যে আকাশের পূর্ব দিকে একটি আলো দেখা যায় সার্চ লাইট এর মত। প্রথমদিকে দেখে সেটাকে স্থির আলো বলে মনে হলেও পরবর্তীতে সেটি একটি নির্দিষ্ট গতিপথের দিকে এগোচ্ছিল , এমনটাই জানিয়েছেন বাঁকুড়ার প্রত্যক্ষদর্শীরা। ওই আলো বেশ খানিকটা চোখ ধাঁধিয়ে যাওয়ার মত ছিল।

পশ্চিমবঙ্গের আকাশে প্রথম এই ধরনের কোন জিনিস দেখতে পাওয়ায় উৎসাহ একই সঙ্গে কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠেছে জনসাধারণের মধ্যে। বিষয়টি নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা কী বলছেন ? আনন্দবাজার পত্রিকাকে জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী জানান, যে আলো দেখতে পাওয়া গিয়েছে আকাশে তার নেপথ্যে তিনটি কারণ থাকতে পারে। প্রথমত উল্কাপাতের কারনে এই আলো সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, রকেটের কোন অংশ হতে পারে সেটি। হয়তো মাঝপথে রকেটের জ্বালানি ফুরিয়ে গিয়েছে। আর সর্বশেষ সম্ভাবনা হিসেবে জ্যোতির্বিজ্ঞানী জানিয়েছেন হয়তো ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হয়ে থাকতে পারে কোন জায়গা থেকে। আর তা থেকেই সৃষ্টি হয়েছে এই আলো। যদিও এই আলো আসলে কিসের জন্য সৃষ্টি হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version