।। প্রথম কলকাতা ।।
Car Parking: কলকাতায় বেআইনি পার্কিংয়ের সমস্যার সমাধান করতে নতুন অ্যাপ চালু করল কলকাতা পুরসভা। সাংবাদিক বৈঠক করে অ্যাপটি চালুর কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। পরিবহণ দফতর, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা নতুন এই প্রযুক্তিতে একই সঙ্গে যুক্ত থাকবে। আগামী সোমবার থেকে পুরোদমে এই অ্যাপটি চালু হয়ে যাবে। কলকাতায় বেআইনি পার্কিংয়ের সমস্যা বেশি।দিন দিন এটা বেড়ে চলেছে। ঘটছে দুর্ঘটনাও। রাস্তায় গাড়ি রাখার ফলে রাস্তার আয়তন কমছে। ফলে হামেশাই লেগে থাকে ছোট বড় দুর্ঘটনা। কলকাতার যানবাহনের গতি যেমন শ্লথ, তেমনই প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হয় নিত্য পথযাত্রীদের। ব্যাঙের ছাতার মত শহরের প্রায় প্রতিটি কোণে কোণে এখন বেআইনি পার্কিংয়ের রমরমা।
উল্লেখ্য, শহর কলকাতার রাজপথ অত্যন্ত ব্যস্ত থাকে প্রতিদিন। একথা অস্বীকার করার জায়গা নেই । আর এটি একেবারেই নতুন নয়। কিন্তু শহরের ব্যস্ত রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে পথযাত্রীদের। আরও বাড়ছে যানজটের সমস্যা। সেই সমস্যা সমাধানে কলকাতা পুরসভা এই অ্যাপ চালুর পথে।
কি ভাবে কাজ করবে এই অ্যাপ?
কলকাতা শহরের নো পার্কিং জোনে গাড়ি পার্কিং করলেই অ্যাপে ধরা পড়বে,এবং তা জানতে পারবে পরিবহণ দফতর। কলকাতা পুরসভার কাছে সব তথ্যই চলে যাবে। তারপর গাড়ির নম্বর খতিয়ে দেখে গাড়ির মালিকের গাড়ির মালিকের মোবাইলে জরিমানার ম্যাসেজ পাঠানো হবে। গাড়ির মালিক জরিমানার অর্থ জমা না দেন, তা হলে ওই গাড়ির জরিমানার পরিমাণও বাড়বে । ওই জরিমানার অর্থ যদি এক বছরের মধ্যে জমা না পড়ে, তাহলে বছরের শেষে গাড়ির ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম