।। প্রথম কলকাতা।।
WB Judicial Service Recruitment : পশ্চিমবঙ্গের বিচার বিভাগে কর্মী নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে। প্রতিমাসে আকর্ষণীয় বেতন থাকবে বিচার বিভাগের কর্মীদের জন্য। এই পদে চাকরিতে নিয়োগ পেতে হলে কী শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন ? মাসিক বেতন কত হবে ? কোন পদ্ধতিতে আবেদন করতে হবে ? শূন্যপদ কত গুলি আছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত জানা চাই। আজকের প্রতিবেদনে রইল রাজ্যের বিচার বিভাগের নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য।
পদ: সিভিল জাজ- জুনিয়র ডিভিশন
বয়সসীমা: আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স হতে হবে ২৩ বছর থেকে শুরু করে ৩৫ বছরের মধ্যে । আর তাদের বয়সের হিসাব করা হবে ২০২২, ৩০ ডিসেম্বর অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুসারে এসসি, এসটি এবং ওবিসি শ্রেণীভুক্ত আবেদনকারীরা ৫ এবং ৩ বছরের ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে।
বেতন: মাসিক বেতন ২৭ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ৪৪ হাজার ৭৭০ টাকা পর্যন্ত।
মোট শূন্য পদ: মোট শূন্যপদ হল ২৯ টি
শিক্ষাগত যোগ্যতা:
*রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃত যে কোন ইউনিভার্সিটি অথবা যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘ল’ ডিগ্রি অর্জন করতে হবে।
* দেশের যেকোনো কেন্দ্রশাসিত অথবা রাজ্য শাসিত অঞ্চলের বার কাউন্সিলের অ্যাডভোকেট হিসেবে নিজের নাম নথিভুক্ত থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি কতগুলি পরীক্ষার মাধ্যমে হবে । সেগুলি হল প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট।
আবেদন ফি: আবেদন করার জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদেরকে ২১০ টাকা ফি জমা করতে হবে। তবে তিনি যদি এসসি, এসটি অথবা পিডব্লিউডি শ্রেণীভুক্ত হন তাহলে তাকে কোনরকম ফি দিতে হবে না।
আবেদন শুরু এবং শেষের তারিখ: অনলাইন মাধ্যমে আবেদন শুরু হচ্ছে ১০.০১.২০২৩। আর শেষ আবেদন করা যাবে ৩১.০১.২০২৩ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া:
১. রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ( www.wbpsc.gov.in) থেকে কেবলমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন করা যাবে।
২. ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে আর তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩. রেজিস্ট্রেশন করার পর আবেদনপত্র পূরণ করার জন্য লগইন করতে হবে । আর তারপর সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন পত্রটিকে ফিল আপ করতে হবে।
৪. সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন পত্রটিকে সাবমিট করে দিতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম