অনন্ত-রাধিকার বিয়েতে ৫০০০ কোটি টাকা খরচ করলেন মুকেশ আম্বানি! তাকিয়ে দেখছে গোটা বিশ্ব

আলোয় আলোয় সেজে উঠেছে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ি। ছোটছেলের বিয়ে বলে কথা। হলিউড আর বলিউডকে এক ছাদের তলায় নিয়ে এসেছেন ভারতের ধনকুবের। জন সিনা থেকে কিম কার্দাশিয়ান, কে নেই এই বিয়েতে? আক্ষরিক অর্থেই যেন চাঁদের হাট বসেছে মায়া নগরীতে। তার মাঝেই একটা প্রশ্ন এল।গ্রীষ্মপ্রধান ভারতে সাধারণত শীত বা বসন্তের মনোরম আবহাওয়াতেই বিয়ের চল সবচেয়ে বেশি। সেখানে এমন প্যাচপ্যাচে বর্ষায় কেন বিয়ে করছেন অনন্ত আম্বানি? কী এমন বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটির?

তাহলে বলি, এই দিনটি কিন্তু এমনি এমনি বেছে নেওয়া হয়নি। তারিখ থেকে শুরু করে বিয়ের সময়টা অবধি বিশেষভাবে গণনা করে তবেই ঠিক করেছে আম্বানি পরিবার। বৈদিক জ্যোতিষশাস্ত্রে আজকের দিনটি শুভ কাজের জন্য শ্রেষ্ঠ। এছাড়াও, এই তিথিতে রবি যোগ এবং হস্ত নক্ষত্রের প্রভাব রয়েছে, যা বিয়ের মত শুভ কাজের জন্য অত্যন্ত শুভ। তাছাড়া শুভ সপ্তমী তিথির সূচনা হয়ে গেছিল গতকাল দুপুর থেকেই।

শুধু কী তাই? ১২ জুলাই তারিখটিও হচ্ছে শুক্রবার, যার অধিপতি শুক্র। জ্যোতিষ মতে, শুক্র সৌভাগ্য, সমৃদ্ধি এবং দাম্পত্য সুখের অধিপতি। সবে মিলিয়ে গণনা বলছে, এই তিথিতে যারাই বিয়ে করবেন তাদেরই দাম্পত্য জীবন অত্যন্ত সুখকর হবে।

আর এইসমস্ত দিক বিবেচনা করেই শুক্রবারটা বেছে নিয়েছে আম্বানি পরিবার। সম্পূর্ণ বৈদিক রীতি মেনেই সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। ভারতীয় সংস্কৃতি আর ঐতিহ্যকে মাথায় রেখেই সাজানো হয়েছে বিয়ের মণ্ডপ। বিয়ের থিম রাখা হয়েছে ‘অ্যান ওড টু বারাণসী’। শোনা যাচ্ছে বারাণসীর স্পেশাল ছোঁয়া রাখা হয়েছিল অনন্ত রাধিকার বিয়েতে‌। সান্ধ্যকালীন মজলিশ জমে উঠেছিল সুফি শিল্পীকবিতা শেঠ, অমিত ত্রিবেদীর গানে।

বলে রাখি, মোট তিনটি ধাপে সম্পন্ন হবে মূল বিয়ের অনুষ্ঠান। আজ ১২ জুলাই ‘শুভ বিবাহের পর আগামীকাল ‘শুভ আশীর্বাদ’ এবং ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’-এর মধ্যে দিয়ে শেষ হবে বিয়ের পর্ব।

ও হ্যাঁ, এই বিয়ের মোট খরচ কত জানেন? রিপোর্ট অনুযায়ী, এই বিয়েতে প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ করেছেন মুকেশ আম্বানি। টাকার অঙ্কটা শুনে আপনি হয়ত চমকে উঠলেন। তবে মুকেশ আম্বানির কাছে এই অঙ্কটা কিন্তু কিছুই না। বলা হচ্ছে আম্বানিদের মোট সম্পত্তির *০.৫* শতাংশ ও নয় এই টাকা। তাহলে একটু অঙ্ক কষে বলুন দেখি আম্বানিদের মোট সম্পত্তি কত হতে পারে?

Exit mobile version