।। প্রথম কলকাতা ।।
কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ক্রিপ্টো বাজার (Cryptocurrency)। শুক্রবার বিটকয়েনের (Bitcoin) ট্রেডিং শুরু হয় ১.৫১ শতাংশ পতনের সাথে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জগুলিতে বর্তমানে বিটকয়েনের দাম ১৬,৯১১ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৩.৭ লাখ টাকা)।
অন্যদিকে বাজার মূলধনের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের (Ethereum) দাম পড়েছে ১.১২ শতাংশ। ইথেরিয়াম এই মুহূর্তে ট্রেড করছে ১,২৭২ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ১.০৩ লাখ টাকা)। পতন হয়েছে অল্ট কয়েন যেমন বাইন্যান্স, কার্ডানো, পলকাডট, পলিগন, ট্রন এবং লাইটকয়েনের।
স্থিতিশীল বা স্টেবেল কয়েন যেমন ইউএসডি কয়েন এবং বাইন্যান্স ইউএসডিও মন্দার খাতায়। সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় ১.৪ শতাংশ ভ্যালুয়েশন হারিয়েছে ক্রিপ্টো বাজার। কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, ক্রিপ্টো বাজারের ভ্যালু এই মুহূর্তে ৮৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮,৯৩,৫০৯ কোটি টাকা)।
সম্প্রতি ক্রিপ্টো এক্সচেঞ্জ FTX দেউলিয়া (Bankruptcy) ঘোষণা করায় মাথায় হাত পড়ে গিয়েছে বিনিয়োগকারীদের। দেখা গিয়েছে ব্যাপক কর্মী ছাঁটাই। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম Kraken – ৩০ শতাংশ কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রায় ১১০০ ক্রিপ্টো কর্মী চাকরি যেতে চলেছে আগামীদিনে। এমন টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব সতর্ক ভাবে পদক্ষেপ নিচ্ছে একাধিক কোম্পানি ও বিনিয়োগকারীরা।
সিএনবিসির এক প্রতিবেদন বলছে, গত ১২ মাসে ৩ ট্রিলিয়ন ডলার থেকে ৯০০ বিলিয়ন ডলারে নেমে এসছে ক্রিপ্টো বাজার। আজ থেকে এক বছর আগে বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৮ হাজার ডলার। যা বর্তমানে ১৬ হাজারে নেমে এসছে। অর্থাৎ ১২ মাসে প্রায় ৭৫ শতাংশ পতন হয়েছে বিটকয়েনের দামে। একই চিত্র ইথেরিয়াম ও অন্যান্য অল্ট কয়েনের ক্ষেত্রেও।
অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০২২ সালে ক্রিপ্টো বাজারের যে রক্তস্নাত (Bloodbath) দেখা গিয়েছে তা অনেক ত্রুটি উন্মোচন করবে। পাশাপাশি বিনিয়োগকারী এবং জনসাধারণের কাছে একটি অনুস্মারক হিসেবে কাজ করবে যে ক্রিপ্টো বাজারে কেন একটি আর্থিক নিয়ন্ত্রণ (Financial Regulations) প্রয়োজন।