দিঘায় কাদা গোলা জল! হঠাৎ এমন পরিবর্তন কেন?

।। প্রথম কলকাতা ।।

দিঘার সমুদ্রে পাড়ের দিকে ধেয়ে আসছে কাদা জল। সাদা জল মুহুর্তের মধ্যে রঙ পাল্টে গেল সমুদ্রে স্নান ্পুরোপুরি বন্ধ। কোন বিপদের অশনি সংকেত? আপনি কদিনের মধ্যেই দিঘায় বেড়াতে যাচ্ছেন? তাহলে ভালোভাবে শুনুন জলের রঙ পরিবর্তনে কোন দুর্যোগের পূর্বাভাস? দিঘা সুরক্ষিত নয়!কী বলছেন বিশেষজ্ঞরা?
সমুদ্রের জলের রং বদেল গিয়েছে সম্পূর্ণ। দূর থেকে দেখেই ফিরে যাচ্ছেন পর্যটকরা। কিন্তু হঠাৎ এমন পরিবর্তন কেন?

নীল ও সাদা জলের ঢেউ আর নেই শনি রবি সোম টানা তিনদিন এটাই ছিল সমুদ্রের রূপ। রোজকার একঘেয়েমি থেকে মুক্তি পেতে যারাই দিঘাতে গেছেন তাদের মুখ বেজার। সমুদ্রের এই পরিবর্তনে স্থানীয়রাও অবাক পর্যটকদের দাবি, এই জলে স্নান করে অস্বস্তিবোধ হচ্ছে। কাদা গোলা জলে নেমে গায়ে চুলকুনির মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই পরিষ্কার জল ছাড়া স্নানে বারণ করছেন বিশেষজ্ঞরাও।

বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন দিঘা। হঠাৎ করেই এই কাদা জল কি তাহলে কোনও বিপদের পূর্বাভাস দিচ্ছে? বিপত্তি রুখতে তৈরি কি দিঘা? কী বলছেন বিশেষজ্ঞরা? যদিও বিশেষজ্ঞরা বলছেন চিন্তার কোনও কারণ নেই সাধারণত বৃষ্টির সময় জোয়ার আসার আগে ও পরে সমুদ্রের জল মাঝে মাঝে ঘোলাটে হয়ে যায়
যদিও সেই পরিস্থিতি বেশিক্ষন স্থায়ী হয় না কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের জল আবার পরিষ্কার হয়ে যায়। কখনও কখনও দীর্ঘ সময় ধরে জল কাদা মেশানো ও ঘোলাটে থাকে। সমুদ্রের এই হঠাৎ পরিবর্তন কোনও অবাক করার মতো বিষয় নয়। স্বাভাবিক নিয়মে বৃষ্টির কাদা জল মিশে এমনটা হয়।

তবে সোমবার ধীরে ধারে অনেকটাই জল পরিষ্কার হয়ে যায়। আপনার যদি কদিনের মধ্যেই টিকিট কাটা থাকে?তাহলে অবশ্যই জেনেবুঝে তবেই স্নানে নামুন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version