Arijit Singh: মায়ের স্বপ্ন ছিল ছেলে মস্ত বড় গায়ক হবে, মাতৃদিবসে অরিজিৎ-মা পাশপাশি

।। প্রথম কলকাতা ।।

 

Arijit Singh: মা-ই ছিলেন গায়কের প্রথম শিক্ষাগুরু’। কোভিডকালেই অরিজিৎ হারিয়েছেন তার মাকে। আজও প্রতি মুহূর্তে মনে পড়ে মায়ের কথা। আর তাই তো অরিজিৎ সিংয়ের ভক্তেরাও খানিক চমকে দিলেন সকলকে। মাতৃদিবস উপলক্ষে ভেসে উঠল বিশেষ পোস্ট। জানেন কী লেখা রয়েছে সেই পোস্টে? জানেন ঠিক কী হয়েছিল অরিজিৎ-র মায়ের?

 

সন্তানের জন্য এক মা সবকিছু করতে পারে। গোটা দুনিয়ার সাথে একা লড়ে যেতে পারে এক মা। ঈশ্বরপ্রদত্ত শক্তিই বলুন আর সৃষ্টির নিয়ম বলুন, মায়েরা সবসময়ই আলাদা। আর তাই তো নানা সময় নানা রূপে আমরা মায়েদের আরাধনা করে থাকি।

 

বলা হয় মা-ই আমাদের জীবনের প্রথম গুরু। ঠিক যেভাবে গায়ক অরিজিৎ সিং-রও প্রথম গুরু ছিলেন তার মা। সঙ্গীত জীবনের সূচনা হয়েছিল তার মায়ের হাত ধরেই। যদিও আজ তিনি এই দুনিয়ায় নেই। অনেকেই হয়ত জানেন যে, কোভিডকালেই মাকে হারিয়েছেন গায়ক।

 

তবে মাকে হারালেও মায়ের স্মৃতি আজও উজ্জ্বল। আজ মাতৃ দিবসের দিনও সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে তার মায়ের কিছু স্মৃতি। আচ্ছা যার গান শুনে রোজ বুঁদ হয়ে থাকেন সেই গায়কের মায়ের সম্পর্কে কিছু জানা আছে কি? না জানলে সেই রত্নগর্ভার সম্পর্কে কয়েকটা কথা জেনে নিন আমাদের এই ভিডিওতে।

 

গত ২০২১ সালেই মা অদিতি সিং-কে হারিয়েছেন অরিজিৎ। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে পরে করোনার থেকে মুক্তি মিললেও থাবা বসায় সেরিব্রাল অ্যাটাক। প্রয়োজন ছিল বিরল গ্রুপ ‘ও নেগেটিভ’ এর রক্ত। সেটাও খুঁজে আনা হয়। তবুও শেষরক্ষা হয়নি। কোভিডের ঠিক পরপরই অ্যাটাক হওয়ায় শরীর সেই ধকল আর নিতে পারেনি। অরিজিৎ-র সমস্ত চেষ্টাকে বিফল করে মাত্র ৫৭ বছর বয়সেই তিনি পাড়ি দেন পরলোকের উদ্দেশ্যে।

 

গায়কের থেকেই জানা যায়, মা অদিতি সিং-ই ছিলেন অরিজিৎ-ল প্রথম শিক্ষাগুরু। তিনি নিজেও নাকি গান গাইতে খুব ভালোবাসতেন। একদম অল্প বয়সে মায়ের হাত ধরেই সঙ্গীত জগতে পা রাখেন অরিজিৎ। প্রয়াত অদিতির স্বপ্ন ছিল, ছেলে একদিন নামকরা গায়ক হবে। তবে শোনা যায় পরিবারের আর্থিক অবস্থা নাকি অতটাও ভালো ছিলনা। বেশ কষ্ট করেই দুই ছেলে মেয়েকে বড় করেছিলেন তিনি।

 

মায়ের কষ্ট দেখে জিয়াগঞ্জের সোমুও জেদ ধরে, মায়ের স্বপ্ন তিনি পূরণ করবেনই। হ্যাঁ, অনেকটা পথ পেরোনোর পর পূর্ণ হয়েছে সেই স্বপ্ন। আজ মা হয়ত সাথে নেই তবে রয়েছে তার আশীর্বাদ। আর তাই তো একটার পর একটা রেকর্ড গড়ে চলেছেন অরিজিৎ।

 

সম্প্রতি অরিজিতের ফ্যানপেজে উঠে এল তাঁর মা অদিতি সিংয়ের সঙ্গে গায়কের কিছু অদেখা মুহূর্ত। ছবিগুলিতে দেখা যাচ্ছে, কোথাও মাকে জড়িয়ে আদর খাচ্ছে সোমু। তো কোথাও হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন অদিতি। এই কোলাজটির ক্যাপশনে অরিজিৎ-র জায়গায় ভক্তরা লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে মা’। অর্থাৎ অরিজিৎ-র হয়ে ভক্তরাই তাঁর মাকে শ্রদ্ধা জানিয়েছে।

 

আচ্ছা, আপনার জীবনের প্রথম গুরু কে? আপনিও কি অরিজিৎ-র মত মাকেই নিজের গুরু মনে করেন? আজকের এই বিশেষ দিনে মাকে নিয়ে লিখতে চান দুটো কথা? তাহলে ঝটপট লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে।

 

https://www.instagram.com/p/C62mj6IpYE3/?utm_source=ig_web_copy_link

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version