।। প্রথম কলকাতা ।।
Oil: রাশিয়া ভারতের থেকে বেশি জ্বালানি তেল চিনকে বেচছে। এবার রাশিয়ার বিকল্প খোঁজার পালা। ৫ মিলিয়ন ব্যারেল জ্বালানি প্রতি দিন লাগে ভারতের। কে সাপ্লাই করবে এত পরিমাণ ক্রুড তেল? ভারত কিন্তু ইতিমধ্যে খুঁজে ফেলেছে সেই দেশটাকে। ভারতকে ছেড়ে হঠাৎ চিনের দিকে এত বেশি কেন ঝুঁকল মস্কো? রাশিয়া এভাবে ভোল বদলে দিল?
এমন কি হল এবার ভারতের থেকে চিনকে বেশি তেল বেচছে রাশিয়া? চিন কি বেশি দামে তেল কিনছে? ভারতের হাতে রাশিয়া ছাড়া এবার জ্বালানি তেলের বিকল্পটা কি? ওপেকের দেশগুলো দিকে তাকাবেন না কারণ তাতে ভারত বিশেষ লাভ করতে পারবে না৷ এবার ভারতকে তেল জোগাতে চলেছে সাউথ আমেরিকার একটা ছোট্ট দেশ। গুয়ানার সঙ্গে ভারতের চুক্তি ক্রুড তেলের জোগান নিয়ে। তথ্য বলছে, ৫ মিলিয়ন ব্যারেল ক্রুড তেল প্রতিদিন লাগে ভারতের। সেখানে মোট তেলের ৩৬ শতাংশ ভারত কিনত মিত্র দেশ রাশিয়া থেকে। তবে এবার সেখানেই টানাটানি শুরু চিনের জন্য।
এমনকি মার্চে আলজাজিরা রিপোর্টে এমনটাও বলা হয় চিনকে তেল রপ্তানিতে সৌদি আরবকে পিছনে ফেলতে পারে মস্কো। গুয়ানা দেশটার সঙ্গে ভারতের বন্ধুত্ব সম্পর্ক আজকের নয়। ছোট জনসংখ্যা এই দেশটার ৪০ শতাংশ ভারতীয় বলতে পারেন। এমন নয় যে আজ বেকাদায় পড়ে গুয়ানার কথা ভেবেছে নয়া দিল্লি৷ ২০২১ সালেই গুয়ানার থেকে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন ক্রুড তেলের একটি সফল অভিযান করে। চলতি বছর জানুয়ারিতে ভারতে এসেছিলেন গুয়ানার রাষ্ট্রপতি ইরফান আলি। এপ্রিলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেশটাতে সফর করেন। এবং জানানো হয় গুয়ানা থেকে তেল কিনতে আগ্রহী ভারত।
প্রশ্ন হল গুয়ানা কেন ভারতকে তেল বেচবে? আর কতটাই বা বেচতে পারবে যা রাশিয়ার তেলের চাহিদা পূরণ করবে? এপ্রিলে রাশিয়া থেকে ১ লক্ষ ২৫ হাজার ব্যারেল প্রতিদিন পেয়েছে ভারত। ৩১ শতাংশ কমে গিয়েছে ভারতে রাশিয়ান তেল আমদানি। সেখানে ৪৪ শতাংশ বেড়ে ৩ লক্ষ ২১ হাজার ব্যারেল তেল চিনে পার ডে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সঙ্গে জ্বালানি তেলের চুক্তি পাকা হয়ে গেলে ভারত ও গুয়ানা দুটো দেশেরই বড় লাভ। প্রথমত গুয়ানার জন্য একটা সিকিওর উপার্জনের পথ হবে আর ভারতের জন্যও সিকিওর তেলের সোর্স থাকবে। গুয়ানা বলেই দিয়েছে যেহেতু তাদের জনসংখ্যা কম তাই এত তেল তাদের লাগে না। তাই তারাও বড় ক্রেতা খুঁজছিল। শুধু গুয়ানা নয়, নামিবিয়া, ব্রাজিল, কলোম্বিয়ার সঙ্গে জ্বালানি তেল নিয়ে কনট্র্যাক্ট সাইন করেছে ভারত। এক্ষেত্রে বলে রাখি গুয়ানার এক্সন মোবিল সবথেকে বড় উৎপাদক হতে চলেছে ২০২৭ পর্যন্ত পার ডে ১.২ বিলিয়ন ব্যারেল উৎপাদন করবে এমনটা আশা করা যাচ্ছে। তাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যের সঙ্গে সমান্তরাল ভাবে ভারত অন্য পথও খোলা রেখেছে এটা পরিস্কার৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম