Ranbir-Alia-Raha: রালিয়ার সঙ্গে মর্নিংওয়াকে রাহা, সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে হইচই

।। প্রথম কলকাতা ।।

Ranbir-Alia-Raha: গেল বছরের ৬ নভেম্বর নতুন জীবনে‌ পা রাখেন রণবীর-আলিয়া (Ranbir-Alia)। ভাট-কাপুর পরিবারে পা রাখেন মা লক্ষী। কোনও তারকার থেকে কম নয় এই একরত্তি। যদিও তাঁর ছবি এখনও সামনে আনেননি মা-বাবা। কিন্তু তাতে কি আসে-যায়! তাঁকে নিয়ে দর্শকমহলে উন্মাদনার শেষ নেই। তাঁর ছবি দেখার জন্য একপ্রকার পাগল-পাগল অবস্থা সকলের। কিন্তু এখনই তাঁকে প্রকাশ্যে আনতে নারাজ রালিয়া। তবে শুক্রবার সকাল সকাল মা-বাবার সঙ্গে দেখা গিয়েছে ছোট্ট রাহাকে।

গেল বছরের ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছেন রণবীর-আলিয়া। মুম্বইয়ের (Mumbai) ‘বাস্তু’তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের জনপ্রিয় দুই তারকা। এর পরই জুনে খবর আসে বাবা-মা হতে চলেছেন তাঁরা। অনেকেই ধারণা করে নেন যে, বিয়ের আগে থাকতেই প্রেগন্যান্ট ছিলেন অভিনেত্রী। এইসব জল্পনা-কল্পনার মাঝে নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। তার পর থেকেই সংবাদপত্রের শিরোনামে রয়েছে সে। কখনও তাঁর নাম নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে। আবার কখনও তাঁর প্রথম ঝলক দেখার জন্য উৎসুক হয়ে উঠেছেন ভক্তরা। এর পর এদিন রালিয়ার সঙ্গে প্র্যামে শুয়ে থাকতে দেখা গিয়েছে ছোট্ট রাহাকে (Raha)। ভাইরাল হয়েছে সেই ছবি।

এদিন কালো সোয়েট শার্ট এবং জগার্সে দেখা গিয়েছে আলিয়াকে। স্ত্রীর সঙ্গে ম্যাচিং করেছিলেন রণবীর। কালো পোশাকেই দেখা গিয়েছে অভিনেতাকে। পাশাপাশি এদিন রালিয়ার সঙ্গে দেখা গিয়েছে দিদি শাহিনকেও। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় খুদে রাহার একাধিক ছবি ঘোরাফেরা করছে। উল্লেখ্য, চলতি মাসেই পাপারাজ্জিদের ডেকেছিলেন রণবীর আর রালিয়া। সেখানে সকলকে অনুরোধ করেছেন, যেন তাঁরা মেয়ের ফটো না তোলে। তবে তাঁদেরকে মেয়ের ছবি দেখিয়েছেন দম্পতি। তাই পাপারাজ্জিরা রাহাকে দেখতে পেলেও, সাধারণের কাছে এখনও সেই ছবি এসে পৌঁছায়নি।

মিডিয়ার আলো থেকে একপ্রকার সন্তানকে দূরে রাখতে চাইছেন এই তারকা দম্পতি। সঠিক বয়স এবং সময়ে তাঁরা তাঁদের কন্যার ছবি সামনে আনবেন এবং সকলকেই তাঁর ছবি তোলার অনুমতি দেবেন বলে, জানিয়েছেন রণবীর ও আলিয়া। এরপর ‘রকি অউর রনি কি প্রেম কাহানি’তে দেখা যাবে আলিয়াকে। সেইসঙ্গে হাতে রয়েছে একাধিক ছবি। শ্রদ্ধা কাপুরের সঙ্গে রণবীরকে দেখা যাবে ‘তু ঝুটি মে মক্কার’-এ। যা মুক্তি পাওয়ার কথা রয়েছে ৪ মার্চ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version