Giant Fish at Digha: মৎস্যজীবীদের জালে ফের ‘দানব মাছ’, ওজন শুনলে অবাক হতে বাধ্য

।। প্রথম কলকাতা ।।

Giant Fish at Digha: চলতি বছরে মৎস্যজীবীদের জালে একের পর এক বিশাল আকৃতি মাছ উঠেই চলেছে। এই বছর পর পর বেশ কয়েকটি বড় মাছ মৎস্যজীবীদের জালে উঠেছে। তাদের মধ্যে বেশিরভাগই পাওয়া গিয়েছে দিঘায়। এবারেও দিঘা মোহনায় ৫০০ কেজি ওজনের একটি চিল শংকর মাছ জালে ওঠে। যা নিয়ে আসা হয় পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে । ওই মাছ দেখার জন্য রীতিমত ভিড় জমাতে শুরু করেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় মৎস্যজীবীরা।

এই ধরনের মাছগুলি সাধারণত কয়েক লক্ষ টাকা পর্যন্ত নিলাম হয়। কিন্তু ৫০০ কেজি ওজনের এই চিল শংকর মাছটি বিক্রি হয়েছে মাত্র ২০ হাজার টাকায়। সেটি কিনে নিয়েছে কলকাতার একটি সংস্থা। এমনটাই জানা গিয়েছে মৎস্যজীবীদের সূত্রে। জানা যায় বিশাল আকৃতি ওই মাছটি কৈলাস বর নামে এক মৎস্যজীবীর ট্রলারে ওঠে। সেই ট্রলারটির নাম মা দুর্গা ট্রলার। এই বিরাট মাছ বিক্রি করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় মৎস্যজীবীদের। তবে জানা যায় এই মাছটি বিক্রি করা হয় এসএসবি আড়ত থেকে।

প্রতি কেজি ৪০ টাকা দরে এই চিল শংকর মাছটি বিক্রি করা হয়েছে। দীর্ঘক্ষণ দাম দর করার পর অবশেষে কলকাতার একটি সংস্থা এই মাছটি কুড়ি হাজার টাকার বিনিময়ে কিনে নেয়। কিন্তু বিশাল আকৃতির মাছকে ঘিরে জনসাধারণের মধ্যে যে কৌতুহল সৃষ্টি হয়েছিল তা বিশেষভাবে উল্লেখযোগ্য। এর আগেও তেলিয়া ভোলা, চিরুনি ফালের মত বড় বড় মাছ গুলি উঠেছে দিঘার মৎস্যজীবীদের ট্রলারে। অন্যান্য বছরে বর্ষা চলে যাওয়ার পর সেই ভাবে বড় মাছ জালে ওঠে না । কিন্তু এই বছর একের পর এক বৃহৎ আকৃতির মাছগুলি উঠে আসছে মৎস্যজীবীদের ট্রলারে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version