Weather update: দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা! অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর

।। প্রথম কলকাতা ।।

 

Weather update: আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। এমনই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে অনেক আগেই। কিন্তু বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে দক্ষিণবঙ্গবাসী। তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৮ থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

 

শনিবার কলকাতা ও তার পার্শবর্তী অঞ্চলে দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায়। সেই সঙ্গে রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই৷ বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

 

অন্যদিকে উত্তরবঙ্গে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। বৃষ্টির দাপটে উত্তরবঙ্গের সমস্ত নদী রীতিমতো ফুঁসছে। ধস নেমে রাস্তা ভেঙে গিয়েছে, যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version