Gangasagar Mela: নবান্ন থেকে নজরদারি গঙ্গাসাগর মেলায়, থাকছে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা

।। প্রথম কলকাতা ।।

Gangasagar Mela: মকর সংক্রান্তিকে কেন্দ্র করে গঙ্গাসাগরে প্রত্যেক বছর যে মেলার আয়োজন করা হয়, সেই মেলা নিয়ে ভক্তবৃন্দদের মধ্যে উৎসাহ কোন অংশে কম থাকে না। বিগত বছর গুলিতে করোনার কারণে ভাটা পড়েছিল সেই আনন্দ উৎসবে। কিন্তু ২০২৩ এর গঙ্গাসাগর মেলায় উপচে পড়া ভিড় চোখে পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গঙ্গাসাগর প্রাঙ্গনে মেলা (Gangasagar Mela) শুরু হয়ে গিয়েছে। দলে দলে পুণ্যার্থীদের আগমন নজরে পড়ছে । এই মত পরিস্থিতিতে হাজার হাজার পুন্যার্থীর নিরাপত্তায় কোনরকম খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন।

* নবান্ন থেকে নজরদারি

এবারে মেলা প্রাঙ্গণে নিরাপত্তার খাতিরে একাধিক ব্যবস্থা থাকার পাশাপাশি সোজাসুজি নবান্ন থেকেও নজরদারি চলবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। লাইভ সম্প্রচারের (Live Telecast) ব্যবস্থা করা হয়েছে, যেটা করা হবে নবান্নতে (Nabanna)। এছাড়াও মেলা প্রাঙ্গণে ১১৫০ টি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। প্রায় কুড়িটি ড্রোনের সাহায্যে গোটা মেলা প্রাঙ্গণ পাখির চোখে দেখা হবে। একটি মেগা কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে গঙ্গাসাগর মেলায়। এছাড়াও বহু পুলিশবাহিনী মজুত থাকবে। সেখানে দশটি অস্থায়ী ফায়ার স্টেশন এবং ২৫ টি দমকলের ব্যবস্থা করা হয়েছে। প্রায় সাড়ে ৬০০০ ভলেন্টিয়ার থাকবে ভারত সেবাশ্রম সঙ্গে তরফ থেকে। সমুদ্র সৈকতকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ৩০০০ কর্মী মোতায়ন করা হবে। ১০ তারিখ থেকে এই সরাসরি সম্প্রচার শুরু হয়েছে। আগামী ১৫ তারিখ পর্যন্ত তা চলবে বলে জানানো হয়েছে।

* বাড়িতে বসেই পেয়ে যাবেন গঙ্গাসাগরের প্রসাদ-গঙ্গাজল

গঙ্গাসাগর মেলা পূর্ব ভারতের বৃহত্তম এবং দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা হিসেবে পরিচিত। এই মেলায় দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে জমা হন। তবে গঙ্গাসাগর যাওয়ার পথ কিছুটা কষ্টসাধ্য হওয়ার কারণে এমন বহু মানুষ রয়েছেন যারা ইচ্ছে থাকা সত্ত্বেও গঙ্গাসাগরে এসে পৌঁছাতে পারেন না। তাদের জন্য এবার দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের তরফ থেকে একটি দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সমস্ত ভক্তরা বাড়িতে বসেই গঙ্গাসাগরের পবিত্র জল, পুজোর প্রসাদ এবং সিঁদুর সংগ্রহ করতে পারবেন। শুধুমাত্র স্মার্ট ফোনের সাহায্যে তা অর্ডার করতে হবে। নূন্যতম কুরিয়ারের (Courier) খরচ দিয়ে গঙ্গাসাগর মেলার এই তীর্থ সামগ্রী ভক্তদের বাড়িতে পৌঁছে দেবে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন। বুকিং করার মাত্র সাত দিনের মধ্যেই প্রসাদ, গঙ্গাজল সবকিছুই পেয়ে যাবেন ভক্তরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version