India Russia: মোদীর ছক্কা রাশিয়ার মার্কেটে! স্পেশাল জিনিস কিনছে মস্কো, ইউরোপ আউট

।। প্রথম কলকাতা ।।

India Russia: নরেন্দ্র মোদীর ছক্কা পুতিনের দেশে নতুন বাণিজ্য চালু। ইউরোপ ছিটকে গেল ভারত ময়দানে নামায়। এতদিন মস্কো যা ইউরোপ থেকে কিনত এবার নেবে ভারতের থেকে। দিল্লিকে বড় উপহার দিলেন পুতিন এফেক্ট হবে বড়সড়। আমেরিকা যতই ক্ষেপে যাক ভারতের যা করার করে দিল মস্কোর এই কাঁচামালের মার্কেট পুরোপুরি নির্ভর হয়ে যাচ্ছে ভারতের ওপর। নরেন্দ্র মোদী কীভাবে বের করেছিলেন পুতিনের দুর্বলতা? কীভাবে জানতে পারলেন রাশিয়ার এটাই দরকার। জেনে রাখুন দিল্লির প্রভাব মস্কোর ওপর যত বাড়বে চীনের রাতের ঘুম সে গ্রাফেই কমতে থাকবে।

ভারত রাশিয়াকে অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রি করছে জানেন এর গুরুত্ব মস্কোর কাছে ঠিক কতটা? কী হয় অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে? ইউরোপ চাইলেও আর এই সাপ্লাই বন্ধ রেখে সুযোগ তুলতে পারবে না। এতদিন এই অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য ইউরোপের ওপরই নির্ভরশীল ছিল ক্রেমলিন৷ ইন্ডাস্ট্রির প্রায় প্রায় সব সেক্টরেই ব্যবহার হয় অ্যালুমিনিয়াম। যেমন পেইন্ট, কম্পোসিট ফাইবার, সেরামিক, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ডিফেন্স, স্পেস, অটোমোবাইল, রেলওয়ে সব জায়গায় জরুরি। তথ্য বলছে ২০২২ সালের আগে মস্কোকে অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রির কোনও পরিকল্পনা ভারতের ছিল না? তাহলে কে হলেন গেম চেঞ্জার? ঠিক এজন্যই কি যুদ্ধের মাঝেও ভারতকে এত বড় উপহার দিলেন পুতিন?

ভারতীয়দের ই-ভিসার পরিষেবা দিয়ে দিল মস্কো এর ফলে ভারতীয় নাগরিকেরা এখন রাশিয়া যাওয়ার জন্য দ্রুত ভিসার অনুমোদন পাবেন। ম্যাক্সিমাম চার দিন সময় লাগবে অনুমোদন পেতে। বিশেষজ্ঞরা বলছেন নিঃসন্দেহে ভারতীয়দের জন্য একটা বড় উপহার। কিন্তু ইউরোপ কীভাবে ছিটকে গেল ভারতের বাণিজ্যনীতির ফাঁদে পা দিয়ে? গত ১১ মাসে আড়াই লক্ষ টন অ্যালুমিনা মস্কোকে পাঠিয়েছে ভারত। যুদ্ধের আবহে এই কাঁচামাল রাশিয়াকে দেওয়া বন্ধ করে দিয়েছিল ইউরোপ। আর সেই মার্কেটটাই কার্যত ধরে নিয়েছে দিল্লি। এমনটাও বলা হচ্ছে একমাত্র দিল্লির এই সিদ্ধান্তের জন্যই এখনও রাশিয়ার ম্যানুফ্যাকচারিং হাবগুলো নিশ্বাস প্রশ্বাস নিতে পারছে। ভারতীয় অ্যালুমিনিয়ামের আরও বড় দুই কাস্টমার হল যুক্তরাষ্ট্র ও জার্মানি তবে আসল রহস্য এখানেই ফাঁস। ভারতের থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়ে এখনও তলায় তলায় ইউরোপীয় ইউনিয়নে তা বিক্রি করে চলেছে রাশিয়া। এর মানে ওপর থেকে নিষেধাজ্ঞা কিন্তু গোপনে বিজনেস চলছে এখন। আর সেটা চালাতে পারারে নেপথ্যে রাশিয়ার হাত শক্ত করল ভারত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version