।। প্রথম কলকাতা ।।
পাকিস্তানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বোন প্রতিবছর নমোর পাকিস্তানী বোন কী বিশেষ উপহার পাঠায়? নমো একদিন প্রধানমন্ত্রী হবেন স্বপ্ন ছিল এমনই কে মোদীর এই পাকিস্তানী বোন? কী তাঁর পরিচয়। পাকিস্তানের মাটিতে বসে নরেন্দ্র মোদী সাফল্য কামনা! এমনটাও সম্ভব? দু’দেশের মধ্যে বিবাদ চরমে থাকলেও চির ধরেনি এই সম্পর্কে মোদীর এই বোনের কথা এতদিন কেন জানতে পারেনি কেউ? জোহান্সবার্গে ব্রিকস সম্মলনে গিয়েও সেখানকার প্রবাসী মহিলারা নরেন্দ্র মোদীর হাতে বেঁধে দিয়েছেন রাকী। রাখীবন্ধনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকী আর এবারের রাখীতে মোদীর কাছে আসতে চলেছে সেই পাকিস্তানী বোনেরই রাখী।
চলুন জেনে নেওয়া যাক এনার পরিচয়। প্রধানমন্ত্রীর ‘পাকিস্তানি বোনে’র নাম কামার মহসিন শেখ। ভারতের প্রধানমন্ত্রী পদে বসার আগে থেকে তাঁদের এই ভাই বোন সম্পর্ক মহসিন পাকিস্তানি হলেও বিবাহ সূত্রে তিনি গুজরাটের আমেদাবাদের বাসিন্দা। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে মোদী যখন আরএসএস কর্মী ছিলেন তখন থেকে মহসিন স্বপ্ন দেখতেন দাদা একদিন দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন। সেই ইচ্ছে নিজেই মোদীকে জানিয়েছিলেন মহসিন। প্রায় ৩০ বছর ধরে প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখী পরাচ্ছেন মহসিন। এবারও তাই হবে তবে সঙ্গে রয়েছে বিশেষ এক উপহার।
সংবাদ সংস্থা এএনআইকে মহসিন জানিয়েছেন, “আমি নিজে হাতে রাখি বানিয়েছি অতিমারীর কারণে গত দু’বছর ধরে আমি দিল্লি যেতে পারিনি কিন্তু এই বছর আশা করছি ওঁর সঙ্গে দেখা করতে পারব। আমি প্রত্যেক দিন ওঁর দীর্ঘ আয়ু ও মঙ্গল কামনা করি। আর উপহার? মহসিন এ ব্যাপারে জানিয়েছেন প্রধানমন্ত্রী বই পড়তে ভালবাসেন। তাই রাখিতে দাদাকে কৃষিবিষয়ক বই উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন ‘বোন’ মহসিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম