African Union: মোদীর মাস্টারস্ট্রোক! আফ্রিকান ইউনিয়ন জি২০ তে আসায় কত বড় লাভ ?

।। প্রথম কলকাতা ।।

African Union: মোদীর মাস্টারস্ট্রোক আফ্রিকান ইউনিয়ন জি২০ সদস্য হল। চীন কার্যত হাঁ হয়ে ভারতের এই একটা সুপারমুভে। জি২০তে আফ্রিকার ইউনিয়নকে নিয়ে কীভাবে লাভ? টানা ৭ বছরের অপেক্ষার অবসান করল একমাত্র ভারত। জি২০ এবার তাহলে জি২১। ভারতের মাটিতে ঘটে গেল জি২০র বড় ঘটনা। গেমচেঞ্জার হয়ে উঠল ভারতবর্ষ। চীন এতদিন গ্লোবাল সাউথের লিডার হওয়ার জন্য কম চেষ্টা করেনি। তারা নিজেদের সেই হিসেবেই দাবি করে কিন্তু ভারতের মাস্টারস্ট্রোক এই দৌড়ে কয়েকগুণ পিছনে ফেলে দিল চীনকে কারণ দিল্লি না থাকলে স্বপ্ন স্বপ্ন হয়ে থেকে যেত আফ্রিকার।

কূটনৈতিক বিশেষজ্ঞরা প্রেডিক্ট করেছিলেন এবারের জি২০তে আফ্রিকান ইউনিয়নকে অন্তর্ভূক্ত করা হতে পারে, কিন্তু জি২০ সম্প্রসারিত হবে এমন কোনও স্পেশাল খবরও ছিল না। আফ্রিকান ইউনিয়ন কি ইউরোপীয় ইউনিয়নের মতই? জি২০তে AU কে এনে কী লাভ হল? কারা আফ্রিকান ইউনিয়নকে আনার প্রস্তাব দিল জি২০তে। ৫৫ টা দেশের গ্রুপ আর সাত সাতটা বছরের অপেক্ষা আফ্রিকান ইউনিয়নের ভাগ্য ফিরল একমাত্র ভারতের জন্য। ঠিক কীভাবে জানাব আপনাদের। সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র নিয়েই জি ২০ শীর্ষ সম্মেলন শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর জানা গিয়েছে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্য করার প্রস্তাব দিয়েছিল ভারতই। আর তাতে সব দেশ সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছে।

কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আফ্রিকা অনেক দ্রুত উন্নতি করছে। সাউথ সুদান, লিবিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া সহ এই গ্রুপের একাধিক দেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এছাড়াও এশিয়া থেকে ইউরোপের অতি গুরুত্বপূর্ণ বাণিজ্যের পথ। ভারত বরাবর বলে আসছে, জি২০ গোষ্ঠীর বাইরে শতাধিক দেশের কথা কেউ বলছে না ।সেই দেশগুলির কণ্ঠস্বর হতে চাইছে ভারত। এই আবহে আফ্রিকান ইউনিয়ন আজ জি২০-র স্থায়ী সদস্য হওয়ায় গ্লোবাল সাউথে ভারতের ‘দাম’ আরও বাড়বে এমনটাই দাবি করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।

এতদিন আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকাই জি২০ জোটের একমাত্র সদস্য ছিল। আর মহাদেশের ৫৫টি দেশের সংগঠনযুক্ত আফ্রিকান ইউনিয়নের পরিচয় ছিল ‘আমন্ত্রিত আন্তর্জাতিক সংগঠন’ হিসেবে। এবার তারা নতুন পরিচয় পেলো জি২০র স্থায়ী সদস্য হিসেবে। গ্লোবাল সাউথ বলতে আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়ার উন্নয়নশীল দেশগুলিতে বোঝানো হয়ে থাকে। আর এবারের ভারতের হাত ধরেই এইউ এল জি২০তে। এই নতুন খবর স্বাভাবিকভাবেই বিশ্ব সমীকরণে পরিবর্তন আসতে চলেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version