India China: মোদী রিজেক্ট করলেন চীনের বিলিয়নের ডিল! কী ফন্দি ছিল বেজিংয়ের? কূটনীতির খেলা সবই

।। প্রথম কলকাতা ।।

India China: চীনের ১ বিলিয়নের ডিল রিজেক্ট করে দিলেন মোদী। বড় ধাক্কা, ভারতের বাজারে ঢুকে কী করতে চেয়েছিল চীন? আচমকা শত্রু ভারতের সঙ্গে এত বড় চুক্তি কেন? ভেবে দেখুন তো কি কারণ হতে পারে। শাট ডাউন করে দেওয়া হল চীনের এন্ট্রি ভারতবর্ষে। সিদ্ধান্ত একেবারে স্ট্রেটকাট৷ দোকলাগিরি ভারতে চলবে না। ভারতের বাজারে ১ বিলিয়ন ডলারের আইডিয়া নিয়ে বাণিজ্যের প্রস্তাব চীনের বিওয়াইডি মোটরস ভারতের ইলেকট্রিক গাড়ি তৈরি করার প্রস্তাব দেয়। আর এই প্রস্তাবের বাজারমূল্য ১ বিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা বলছেন, এই বিওয়াইডি মোটরস আসলে চীনের টেসলা বলতে পারে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা সহ গ্লোবালি ভালোই রেপুটেশন বিল্ডআপ করেছে বিওয়াইডি মোটরস। তাহলে কি চীনকে রিজেক্ট করে দিতে এক্ষেত্রে বাণিজ্যিকভাবে লস করল ভারত? ভারতের আকর্ষণীয় বাজার দেখে চীন রীতিমত গলে যাচ্ছে।

২০২২ সালেও এই বিওয়াইডি মোটরস দাবি করেছিল ভারতের বাজারে একবার পা রাখতে পারলে ইলেকট্রিক গাড়ির। ৪০ শতাংশ বাজারে একাই রাজ করবে বিওয়াইডি। কিন্তু এজন্যই বলে কূটনীতির প্রভাব সব জায়গাতেই পড়ে। আগে থেকেই বাজার ধরে নিয়েছিলেন ইলন মাস্ক৷ মোদী-মাস্কে সেই বৈঠক ভুলে যাননি নিশ্চয়। রিপোর্ট বলছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি এইমূহুর্তে অভূতপূর্ব সাফল্য রয়েছে ভারতে। এমনকি এই দৌড়ে জাপানকেও ছাড়িয়ে গিয়েছে আমাদের দেশ। পেট্রোল-ডিজেলের গাড়ি ছেড়ে এবার ভবিষ্যত হবে ইলেকট্রিক গাড়ি। আস্তে আস্তে সেদিকেই এগোচ্ছে বিশ্ব, আর এক্ষেত্রে ভারতের বাজারে বিশাল সুযোগ। ভুললে চলবে না ভারতে আসছে টেসলা।

বিশেষজ্ঞদের দাবি ছিল টেসলার সঙ্গে যদি বিওয়াইডি মোটরসকেও জায়গা দিত ভারত তাহলে বড় টক্কর হয়ে যেত। ভারতের মার্কেট চীনা গাড়ির ওপর নির্ভরশীল হতে পড়ত। মেক ইন ইন্ডিয়ার যুগে যেটা ভারত অ্যাটলিস্ট কোনওভাবেই চায় না। টেসলা ২০ লক্ষ টাকার মধ্যে ইলেকট্রিক গাড়ি বানানোর পরিকল্পনা করছে ভারতের মার্কেটকে নজরে রেখে। সবথেকে বড় পয়েন্ট কূটনৈতিক মহল বলছে চীনের কোম্পানি ভারতে ঢুকতে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হচ্ছে। এত বড় ইনভেস্টমেন্ট চীন এমনি এমনি করছে, না নেপথ্যে নিশ্চয় কোনও খেলা রয়েছে। শুধুতেই যা শেষ করে দিল মোদী সরকার। বিশেষজ্ঞদের দাবি, দেশের সুরক্ষার সঙ্গে কোনও কম্প্রোমাইজ হতে পারে না। তাই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একেবারেই সঠিক সিদ্ধান্ত। পাকিস্তানের সন্ত্রাসবাদকে লাগাতার সমর্থন। ভারতের সীমান্তে যখন তখন পিএলএ সেনা মোতায়েন এর প্রতিক্রিয়ায় চীনকে ভারতের এটাই ছিল সপাটে জবাব।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version