Cyclone Michaung: মিগজাউমের আফটার শক, চেন্নাইয়ের ডিটো বাংলায় ? টানা ঝড়-বৃষ্টি, ভাইটাল ৪৮ ঘন্টা

।। প্রথম কলকাতা ।।

Cyclone Michaung: মিগজাউমের আফটার শকে তোলপাড় বাংলায়? টানা বৃষ্টির নামেই টেনশন বাড়াচ্ছে চেন্নাই। কোথায় কোথায় সতর্কতা জারি? “উষ্ণ” হচ্ছে শীত, কালো অন্ধকারে ঢাকবে বাংলার আকাশ। ৪৮ ঘন্টায় ১৮ জেলায় তুমুল দুর্যোগ, অতিভারী বৃষ্টি। মিগজাউমের প্রভাব অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। চেন্নাই পুরো তছনছ। মিগজাউমের ভয়ঙ্কর খেলা তামিলনাড়ুতে এতোজনের মৃত্যু। দুশ্চিন্তা বাড়ছে বাংলায়।‌ অলরেডি দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি। এদিকে দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতেও জারি হলুদ সর্কতা, দক্ষিণ অন্ধ্রে জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তর অন্ধ্রপ্রদেশে জারি কমলা সতর্কতা। এই আবহে দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে। তাহলে কি বাংলাতেও বড় রকমের এফেক্ট?

পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার এর মতোই বুধবার ও বৃষ্টি হচ্ছে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে। দুর্যোগের দাপট খুব বেশি না হলেও, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বাংলায়। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে, বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টি চলছে। বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। সেদিন বাকি ছ’টি জেলার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের কোনও জেলায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপর ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বদলে যাবে আবহাওয়া। এই আবহে পরবর্তী তিন থেকে চারদিনে একধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তাপমাত্রা। ফের শিরশিরানি অনুভূত হবে বাংলার জেলায় জেলায়। না, এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনো চান্স নেই। তবে ঘূর্ণিঝড়ের এফেক্ট পড়ার আগে যেমন তাপমাত্রা থাকছিল, সেই স্তরে নেমে আসবে বাংলার পারদ, বলছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির কারণে অলরেডি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।বাংলাতেও সেই আশঙ্কা রয়েছে। পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দানা বাঁধছে। মাটি ভিজলে পিছিয়ে যেতে পারে আলুচাষও। আপাতত ঠান্ডার বালাই নেই, তাতেই আলু চাষেও ক্ষতির আশঙ্কা থাকছে। ভারত এফেক্টেড হলেও, এ যাত্রায় সেফ বাংলাদেশ। মিগজাউমের প্রভাব বাংলাদেশে তেমন পড়বে না। তবে, বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির চান্স উপকূলীয় কয়েকটি জেলায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version