Amon Rice farmers worried: ‘পাকা ধানে মই’ দেবে মিগজাউম? কপালে চিন্তার ভাঁজ চাষীদের

।। প্রথম কলকাতা।।

Amon Rice farmers worried: মিগজাউম এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সকাল থেকেই আকাশ মেঘলা। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর তাতেই মাথায় হাত পড়েছে চাষীদের। ‘মিগজাউম’ নামে চিহ্নিত ওই ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে। এখনো ৭০ শতাংশ জমিতে এখন পাকা ধান রয়েছে। বৃষ্টি হলে ক্ষতি হবে। এই পরিস্থিতিতে জেলা জুড়ে তৎপরতা বেড়েছে ধান কাটার। নিম্নচাপের জেরে সমস্যায় পড়েছে চাষীরা। মাঠের ধান ঘরে আনতে বেজায় সমস্যায় পড়েছেন তারা। কখনো শুনছে নিম্নচাপ তো কখনো বঙ্গের কোলে রোদের ঝিকিমিকি খেলা দেখতে পাচ্ছেন সকলে। এই দোটানার মাঝেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বঙ্গবাসীর। আর এই আবহাওয়ার খামখেয়ালীপনায় সমস্যায় পড়েছেন মূলত ধান চাষীরা। নিম্নচাপের জেরেই হাওয়া বদল। কিন্তু আবহাওয়াবিদদের কথায়, আমন ধান নিয়ে চাষিদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। দু’একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা আমনের পক্ষে ক্ষতিকর হবে না বলেই অনুমান।

উল্লেখ্য, আমন ধান তোলার মুহূর্তে গত আজ থেকে জেলাজুড়ে হালকা বৃষ্টি হচ্ছে। বেশ কিছু জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে নিচু জমিতে আমন ধান চাষ হয়। নিচু এলাকায় বৃষ্টির জল জমে যাওয়ায় জলের তলিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে হাওয়া অফিসের আগাম পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেইভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাই এই ব্যপারে নিশ্চিন্তে থাকতে পারেন চাষীরা। কথায় বলে, পাকা ধানে মই! এখন জেলার কৃষকদের অবস্থা খানিকটা তেমনই। এখন জমিতে পড়ে রয়েছে পাকা ধান। মাথায় ঋণের বোঝা নিয়ে ধান চাষের করেছেন বেশিরভাগ চাষীরা । পাক ধান ঘরে তোলার সময় শেষ মুহূর্তে এসে এভাবে প্রকৃতির রোষানলে পড়তে হবে এমনটা আন্দাজ করতে পারেননি কৃষকরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version