Bhawanipur Fire: মধ্যরাতে লেলিহান অগ্নিশিখা, পুড়ে ছাই সুইমিং ক্লাব, তদন্তে ফরেন্সিক দল

।। প্রথম কলকাতা ।।

Bhawanipur Fire: শীতের রাতে শহরের বুকে দাউ দাউ করে জ্বলে উঠল ভবানীপুর সুইমিং ক্লাব। বহু বছরের পুরনো এই ক্লাবে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছেন পোলো, টেবিল টেনিস এবং জিমের সুবিধা। গতকাল অর্থাৎ শনিবার রাতে আচমকাই অগ্নিসংযোগ ঘটে ভবানীপুর সুইমিং ক্লাবে। সর্বপ্রথম এই আগুন নজরে আসে স্থানীয়দের। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে দমকলের আটটি ইঞ্জিন। বহু প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনী।

জানা যায়, গতকাল রাত দশটা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় বাসিন্দারা অন্ধকারের মধ্যে আগুনের শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেন। যতক্ষণে দমকল বাহিনী এসে উপস্থিত হয় ততক্ষণে ক্লাবের ভেতরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। আগুন ছড়িয়ে দিয়েছে অনেকটাই। প্রথমে যদিও দমকলের ছ’টি ইঞ্জিন এসেছিল কিন্তু আগুনের তীব্রতা অত্যন্ত বেশি থাকার ফলে আরও দুটি ইঞ্জিন আসে ঘটনা স্থলে। জানা গিয়েছে ওই ক্লাবের জিম এবং ইন্ডোর গেমের ঘরগুলি কার্ড ও টিন দিয়ে তৈরি করা । যার কারণে দ্রুত আগুন ধরে যায় সেখানে।

কীভাবে এই আগুন লাগল যদিও সেই বিষয়ে স্পষ্ট কোন জবাব আসেনি দমকলের তরফ থেকে। কিন্তু রিপোর্ট প্রকাশে এলে বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ঘটনাস্থলে রবিবার এসে উপস্থিত হতে পারে ফরেন্সিক দল। গতকাল রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা শুনে সেখানে গিয়ে পৌঁছান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়। গভীর রাতে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পকেট ফায়ার ছিল সেখানে। যা ধিক ধিক করে জ্বলতে থাকে। যার কারণে প্রায় রাতভর ওই পকেটে ফায়ার নিভিয়ে ফেলার জন্য কুলিং প্রক্রিয়া চালাতে হয় দমকল বাহিনীকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version