।। প্রথম কলকাতা ।।
Robotic Nurse: হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে তাঁর প্রয়োজনীয় ওষুধ তাকে পৌঁছে দেওয়া, এমনকি রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরীতে পাঠানো, এই সকল কাজ এবার আর রক্ত মাংসে গড়া নার্সদের (Nurse) করতে হবে না। তাই বলে কি হাসপাতালে নার্স থাকবে না ? ব্যাপারটা ঠিক তেমন নয়। নার্স হিসেবে পরিষেবা দেবে অত্যাধুনিক প্রযুক্তির একটি রোবট (Robot)। আর এই পরিষেবা মিলবে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম (Madhyamgram) এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে এই পরিষেবা চালু করার কথা চিন্তাভাবনা করা হয়েছে।
বিভিন্ন সংক্রামক রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে স্বাস্থ্য কর্মীদেরকেও সেই রোগে সংক্রামিত হতে হয়। এবার তাদের কথা মাথায় রেখে রোবটিক নার্সের (Robotic Nurse) কনসেপ্ট চালু করতে চলেছে এই বেসরকারি হাসপাতালটি। একটি ৫ ফুট উচ্চতার রোবট যে রক্তের নমুনা সংগ্রহ থেকে শুরু করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো, রোগীর ওষুধ থেকে শুরু করে তাকে ইঞ্জেকশন দেওয়া সব রকম পরিষেবা দিতে পারবে নির্ঝঞ্ঝাটে। এই রোবটিক নার্সের প্রাথমিক ট্রায়াল রান করানো হচ্ছে বেসরকারি একটি সংস্থার সহযোগিতায়।
প্রথমত লাইভ টেস্টিং চলবে। আর তারপর যদি তাতে সাফল্য মেলে তবে অবশ্যই রোবটের মাধ্যমে চলতি বছরের শেষের দিকেই চিকিৎসা পরিষেবা চালু করে দেবে মধ্যমগ্রামের ওই হাসপাতাল। তবে তার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। সেই সময়ের মধ্যে হাসপাতালে রোবটটি পরীক্ষামূলক পর্যায়ে থাকবে। শনিবার ওই হাসপাতালের উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। এই রাজ্যে প্রথম এমন পরিষেবা মধ্যমগ্রামে চালু হওয়ায় অত্যন্ত খুশি তিনি। জেলায় জেলায় এই ধরনের পরিষেবা যদি পাওয়া যায় তাহলে রাজ্যের চিকিৎসাক্ষেত্র আরও উন্নত হবে তাতে কোন সন্দেহ নেই। একদিকে সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা এবং অন্যদিকে বেসরকারি হাসপাতালে এই উদ্যোগ একেবারেই অনন্য।
তথ্যসূত্র : নিউজ ১৮ বাংলা
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম