।। প্রথম কলকাতা ।।
Pakistan: পাকিস্তানের ইন্টালিজেন্সের চূড়ান্ত ব্যার্থতা আরও খারাপ হতে পারে পরিস্থিতি। এবার কি মার্শাল ল-র পথে হাঁটবে পাকিস্তান। পাক সেনার কমান্ডোর বাড়িতেও হামলা বিক্ষোভকারীদের। কুর্সি উল্টে যাবে জেনারেল মুনিরের দিন গোনা হচ্ছে নাকি? পাকিস্তান জ্বলছে কারণ বিজেপি ও আরএসএস ভারত থেকে গুন্ডা পাঠাচ্ছে৷ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আটা তারারের এমন মন্তব্য রীতিমত হাসাচ্ছে বিশ্বকে। পেশোয়ারের রেডিও স্টেশন জ্বালিয়ে দিল বিক্ষোভকারীরা। পাক সেনার কমান্ডোর বাড়িতে হামলা। সেখানকার মিডিয়া রিপোর্ট বলছে এখনও পর্যন্ত ১০০০ জনের বেশি আহত হয়েছে। গোটা পাকিস্তান জুড়ে চলছে ধরপাকড়। কারণ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কড়া অ্যাকশন নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এমন ঘটনা ঘটার আগে পাকিস্তানের ইন্টালিজেন্স কি করছিল? কি প্রিকশন ছিল? এ তো চরম ব্যর্থতা। ইমরান খানকে গ্রেফতার করার পর তাঁর সমর্থকেরা যে চুপ থাকবে না সেটা কি বুঝতে পারেনি তারা? অনেকেরই দাবি পরিস্থিতি যে দিকে এগোচ্ছে যেভাবে জ্বলছে ইসলামাবাদ ল অ্যান্ড কন্ট্রোল হাতে নিয়ে এবার পাকিস্তানে মার্শাল ল জারি হতেই পারে। মিলিটারি ল আর মার্শাল ল এর মধ্যে গুলিয়ে ফেলবেন না। মার্শাল ল অর্থাৎ সামরিক আইন হল যে আইনের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্তার শাসন পরিচালিত হয়। সামরিক শাসনে শাসনকর্তা হন সামরিক বাহিনীর প্রধান। ৭৫ বছরে এই প্রথমবার পাকিস্তানে এক নতুন ইতিহাস লেখা হবে৷ কারণ দেশের জনতা এখন পাক আর্মির বিরুদ্ধে রাস্তায় নেমে তান্ডব চালাচ্ছে। তাদের হুঁশিয়ারি পাক সেনা গুলি চালায় তো চালাক কিন্তু আমরা হটব না।
কূটনৈতিক মহল বলছে ২০২১-২০২২ ইমরান খান প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকাকালীন পাক সেনার সঙ্গে সম্পর্ক একেবারেই ভালো ছিল না। ইমরান খানকে কিন্তু গ্রেফতার করছেন পাক রেঞ্জার্স। এরা মূলত আধাসেনা বা প্যারামিলিটারির মধ্যে পড়ে। তবে মার্শাল ল জারি করা মুখের কথা নয় এটাও কিন্তু ফ্যাক্ট৷ মনে রাখতে হবে IMF এর ঋণের ভাত জোগাচ্ছে পাকিস্তানের। মার্শাল ল যদি জারি হয় সেক্ষেত্রে IMF পুরোপুরি হাত তুলে নিতে পারে। একইসঙ্গে বিশেষজ্ঞদের এটাও দাবি পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতা নিজের হাতে তুলে নিলে এই শিড়দাঁড়া ভেঙে পড়া অর্থনীতি চালানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। এখনই যদি সঠিকভাবে একটা নির্বাচন পাকিস্তানে হয় তাহলে ইমরান খানের দল যে জিতে যাবে তাতে এক বিন্দু সন্দেহ নেই বলেই মতো বিভিন্ন মহলের ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম