Benagli serial: ‘মন দিতে চাই’ শেষ, আসছে নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’ ‘অষ্টমী’তে কোপ

।। প্রথম কলকাতা ।।

 

Benagli serial: মোহনা মাইতি কামব্যাক করতেই বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা। শুক্রবারই হয়ে গেল শেষদিনের শুটিং। চোখে জল কলাকুশলীদের। মন খারাপ অনুরাগীদেরও। এত তাড়াতাড়ি কেন বন্ধ হল সফর? প্রশ্ন তুলছেন ভক্তরাও।

 

প্রথম প্রোমোতেই দারুণ সাড়া ফেলেছে মোহনা মাইতির কামব্যাক মেগা ‘কে প্রথম কাছে এসেছি’। বেশ বাহবা কুড়িয়েছে দর্শকমহলে। শোনা যাচ্ছে, আইপিএল শেষ হলেই টিভির পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা। স্বাভাবিকভাবেই দর্শকদের তর সইছে না যেন। আবার অন্যদিকে কিছু দর্শকদের তো চোখের ঘুম উড়েছে।

 

কারণ, ‘কে প্রথম কাছে এসেছি’কে জায়গা দিতে একজনকে বিদায়-ও তো বলতে হবে। অথবা কাউকে হারাতে হবে স্লট। যদিও কার কপাল পুড়তে বসেছে সেই আভাস আগেই মিলেছিল। আর এবার জল্পনা সত্যি করে সবটা প্রকাশ করল জি বাংলা। যা দেখে অষ্টমী ভক্তরা তো রীতিমত বাকরুদ্ধ।

 

শোনা যাচ্ছে, একে তো আইপিএল-র আবহে টিআরপি কম। তার উপর আবার ICC টি২০ বিশ্বকাপও দুয়ারে। আর সেই কারণেই নাকি খুব বেশি ঝক্কিতে যেতে চাইছেনা চ্যানেল। যার টিআরপি কম সোজা তাদের উপরেই কোপ বসাচ্ছে জি বাংলা। যেভাবে এবার কোপ পড়েছে অষ্টমীর উপর।

 

খবর আসছে, মাত্র এক মাস ১০ দিন আগে শুরু হওয়া এই মেগাকে নাকি এক ধাক্কায় সরিয়ে দিয়েছে চ্যানেল। মূলত গীতা এলএলবিকে টেক্কা দিতে না পারার কারণেই নাকি মিলেছে এই শাস্তি। আর তাই এবার থেকে অষ্টমীর স্লটেই দেখানো হবে মোহনা মাইতির ‘তুমি আসবে বলে’।

 

তারপর থেকেই হইচই পড়েছে নেটপাড়ায়‌। অনুরাগীরা বলছে, এই তো সবে শুরু হল। মাত্র এক মাসেই কি কাউকে বিচার করা ঠিক? ‘অষ্টমী’র আরও একটু সুযোগ পাওয়া উচিত ছিলনা কি?

 

তাহলে বলি, চিন্তার তেমন কারণ নেই। এখনই সফর শেষ হচ্ছেনা অষ্টমীর। বরং শেষ হয়ে যাচ্ছে ‘মন দিতে চাই’-র সফর। ইতিমধ্যেই নাকি শেষ দিনের শুটিং অবধি সারা। সিরিয়ালের কলাকুশলীদের চোখে জল। টানা সতের মাস চলার পর পাততাড়ি গোটাচ্ছে সিরিয়ালটি। যদিও এই সিরিয়াল যে বন্ধ হবে সে আভাস আগেই মিলেছিল।

 

ওদিকে অষ্টমীর উপর এখনই আশা ছাড়ছেনা মেকার্সরা। যদিও প্রাইম স্লট হারিয়েছে, তবে বন্ধ এখনই হচ্ছেনা। শোনা যাচ্ছে, আগামী ২৭শে মে থেকে সন্ধ্যে ৬.৩০টার স্লটে দেখা যাবে মোহনা মাইতি ও সায়ন বসুর আসন্ন মেগা। যেখানে উঠে আসবে এক সিঙ্গল মাদার মধুবনীর লড়াইয়ের গল্প। যার কাঁধে রয়েছে এক পাঁচ বছরের শিশুকন্যার দায়িত্ব। স্বামী ছাড়া এই সংসারে টিকে থাকা যে কতটা মুশকিল সেই লড়াই দেখানো হবে এই সিরিয়ালে।

 

না না, তাই বলে এটা ভাবার কোনও কারণ নেই যে, এই সিরিয়ালেও রোমান্সের ছিঁটেফোঁটাও নেই। মেকার্সরা তো, সবই বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছেন। গল্পে দেখা যাবে, মধুবনীর বসের সাথে খুদে মিহির সম্পর্ক বেশ ইন্টারেস্টিং। সে তার আঙ্কেলকে ‘বাবা’ হিসেবে দেখতে চায়। এখন মিহির কথা রাখতে গিয়েই মধুবনীর সাথে তার বিয়ে হবে নাকি তিনি মধুবনীকে ভালোবেসে ফেলেন এটা তো সময়ই বলবে। তবে এই দুটি মন যে এক হবে সেটা তো বলাই বাহুল্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version