Ganga Sagar: ৮ জানুয়ারি থেকে শুরু গঙ্গাসাগর মেলা, নবান্নে প্রস্তুতি বৈঠক সারলেন মমতা

।। প্রথম কলকাতা ।।

Ganga Sagar: বছর ঘুরলেই শুরু গঙ্গাসাগর মেলা। প্রতি বছরই গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম হয়। তার জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্ত করা থেকে শুরু করে যাতায়াতের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আজ নবান্নে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল। নতুন বছরের শুরুতে অর্থাৎ ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই গঙ্গাসাগরের মেলা। চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। তারই প্রস্তুতি বৈঠক আজ হল নবান্নে। সেই প্রস্তুতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন ১৫ মন্ত্রী। ১৮ দপ্তরের শীর্ষ আধিকারিক, দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনও, রাজ্যের মন্ত্রী থেকে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। মূলত মেলা উপলক্ষে কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যাপারে আলোচনা হয় এদিনের বৈঠকে।

কি কি ব্যবস্থাপনা থাকবে ?

গঙ্গাসাগর মেলার জন্য থাকবে ১১৫০ সিসিটিভির নজরদারি। এছাড়া প্রতিটি জলযানের ওপর নজর রাখতে ব্যবহার করা হবে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র প্রযুক্তি। শুধু তাই নয়, থাকবে স্যাটেলাইট ট্র্যাকিং-এর ব্যবস্থাও। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত থাকবে পরিবহনের বিশেষ ব্যবস্থা। মেলার জন্য চলবে ২২৫০টি বাস, প্রতি বাসে একজন সাগর বন্ধু থাকবে। এমনকি চলবে ৬৬টি অতিরিক্ত ট্রেনও। এছাড়া ৩২টি ভেসেল এবং ১০০টি লঞ্চ থাকবে যাতায়াতের জন্য। পুণ্যার্থীদের সাগরে যেতে যাতে কোনও অসুবিধা না হয়, তাদের নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও খামতি না থাকে, সে ব্যাপারে আলোচনা হয়েছে এদিন।

জানা গেছে, ১৫ জানুয়ারি রাত থেকে ১৬ জানুয়ারি সকাল পর্যন্ত চলবে পুণ্যস্নান। তার আগে থেকেই শুরু হবে মেলা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৪০ লক্ষ মানুষের সমাগম হয়। তাই নজরদারির যাতে কোনো খামতি না থাকে তার নির্দেশ দেওয়া হয়েছে। মেলায় রান্না করে খাওয়ার বন্দোবস্ত থাকছে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে করে শুকনো খাবার নিয়ে যাওয়া যেতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version