Tollywood: ভেঙেছে বিয়ে, ছেড়েছেন অভিনয়, সিনেমাকেও হার মানায় মল্লিকার কাহিনী

।। প্রথম কলকাতা ।।

 

Tollywood: সিরিয়াল, সিনেমার দৌলতে তিনি অতি জনপ্রিয় মুখ। তিনি অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। যে কোনও ধরণের অভিনয়েই তিনি সমান সাবলীল। কিন্তু জানেন কী তাঁর আজকের সাফল্যের পেছনে রয়েছে কতটা লড়াই? চরম দারিদ্র্য থেকে আজকের সফল অভিনেত্রী হয়ে ওঠা সিনেমাকেও হার মানায়।

 

ঠকেছেন বার বার। একসময় তাঁকে বিপদে ফেলে চলে গেছেন স্বামী। একরত্তি মেয়েকে নিয়ে লড়েছেন অসম লড়াই। নিজের প্রতিভার জোরে সরিয়েছেন একের পর এক বাধা।আজকের এই প্রতিবেদনে দেখুন মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের অজানা বিভিন্ন দিক। গল্পের প্রয়োজনে কখনো ইতিবাচক, কখনো ঘোরতর নেতিবাচক চরিত্রে অভিনয় করেন মল্লিকা। কিন্তু অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বাস্তব জীবনটাও যে সিরিয়ালের মতোই তা কজন জানতেন? পর্দায় অভিনয় করলেও বাস্তবে একাধিক বার ঠকেছেন তিনি।তবুও হ্যাপি এন্ডিং এর আশা ছাড়তে পারেননি মল্লিকা।

 

টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ মল্লিকা। একাধিক সিরিয়ালে ইতিবাচক এবং খলনায়িকা দু-ধরণের চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনের কাহিনি অনেকেই জানতেন না। তাঁর না জানা দিকের ওপর আলোকপাত করেছেন মল্লিকা নিজেই। এক অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই, প্রতারণার কাহিনি শোনালেন তিনি। বেলুড়ের মেয়ে মল্লিকা। বাবা ছিলেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী। মল্লিকা যখন ক্লাস এইটে পড়েন তখনি তাঁর জীবনে ঘটে যায় প্রথম অঘটন। অসু্স্থ হয়ে পড়েন তাঁর বাবা। এড়িয়ে চলতে শুরু করেন তাঁদের আত্মীয়রাও।

 

অথৈ জলে পড়ে সংসার। ওই ছোট বয়সেই মাকে সাহায্য করার জন্য নাচের স্কুল খুলে ফেলেন মল্লিকা। সঙ্গে ছবিতে ব্যাকআপ ডান্সারের কাজও করতে থাকেন তিনি। তখন থেকেই মনে অভিনেত্রী হওয়ার ইচ্ছে জন্ম নেয়। কিন্তু সেই ইচ্ছাপূরণ হয় অনেক পরে। তার আগেই বিয়ে করে নিয়েছিলেন মল্লিকা। অনেক কম বয়সে একজনের প্রেমে পড়ে এক কাপড়ে বাড়ি ছেড়েছিলেন তিনি। বিশ্বাস করে ঘর বেঁধেছিলেন। এক সন্তানের মা-ও হয়েছিলেন। তাঁর মেয়ের বয়স যখন ৯ বছর, তখনই বিশ্বাস চুরমার হয়ে যায় মল্লিকার।তাঁর স্বামী তাঁকে ফেলে অন্যত্র সংসার শুরু করেন।

 

মাথায় বিপুল ঋণের বোঝা। কি করে সামলাবেন! বাড়াতে হবে উপার্জন। অভিনয়ে পা রাখেন মল্লিকা। একজন অডিশনের খবর দিতে সেখানেই প্রথম অভিনয়ের জন্য যান মল্লিকা। নির্বাচিতও হন। তাঁর প্রথম সিরিয়াল ‘সোহাগে সিঁদুর’। মল্লিকা আবারো বিশ্বাস করেছিলেন আরেক জনকে। তাঁর কথায় ছেড়ে দিয়েছিলেন অভিনয়। কিন্তু পরে ভুল ভেঙেছিল তাঁর। সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে ফের কাজ শুরু করেন তিনি। আজ তাঁর নিজের গাড়ি, বাড়ি সবকিছুই হয়েছে নিজের পরিশ্রমের টাকায়। বোনেরাও স্বাবলম্বী হয়েছেন। সবাইকে নিয়ে ভাল আছেন মল্লিকা। অপেক্ষায় আছেন হ্যাপি এন্ডিং এর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version