Makar sankranti astro tips: সামনেই মকর সংক্রান্তি, সেদিন এগুলি মেনে চলুন মহিলারা

।। প্রথম কলকাতা ।।

Makar sankranti astro tips: সামনেই মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন তা পালন করা হয়। বাঙালির বারো মাসে তের পার্বনের একটি অন্যতম প্রধান পার্বন এটি। মকর সংক্রান্তি পিঠে পার্বন নামেও পরিচিত। এই দিন নতুন চাল, খেজুরের গুড়,দুধ ভগবানের উদ্দেশে নিবেদন করে এই উৎসব শুরু করা হয়। বাড়ির মহিলারা এই দিনে পিঠে তৈরি করেন। এই দিন পুণ্য স্নানের দিন। অনেকে গঙ্গায়, সমুদ্রে বা নদীতে স্নান করে পুণ্য অর্জন করেন।

জ্যোতিষশাস্ত্রে (Astrology) এটি একটি ‘ক্ষণ’। এই দিন সূর্যদেব তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে। এই দিন মহিলারা কিছু বিষয় মেনে চললে সংসারের মঙ্গল হবে।

বাড়ির মহিলারা এ দিন সকালে পুজো করার আগে ভগবানের উদ্দেশে প্রথমে কিছু খাবার দিন। তারপর বাড়ির অন্যদের খাবার পরিবেশন করুন। ভুলেও ঠাকুরকে খেতে না দিয়ে অন্য কাউকে কিছু খেতে দেবেন না।

এই দিনটিতে বাড়িতে আমিষ (Non veg) কিছু রান্না করবেন না। যতটা সম্ভব নিরামিষ রান্না করুন। রান্নায়  কালো তিল থাকলে খুব ভালো হয়।

এই দিন মহিলারা বাড়ির বড়দের অর্থাৎ বয়স্ক কারও মনে ভুল করেও দুঃখ দেবেন না। কারও সঙ্গে ঝগড়া করবেন না।

এই দিন বাড়িতে যদি কোনও গরিব, দুঃখী বা ভিখারি আসে তবে কোনও মতেই তাকে খালি হাতে ফেরাবেন না। কিছু না কিছু তাকে দান করার চেষ্টা করবেন।

মকর সংক্রান্তির (Makar sankranti) দিন যেন কেউ বাড়ি থেকে দূরে কোথাও যাত্রা না করে। এই দিন বাড়ির মানুষ বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া অশুভ বলে মনে করা হয়। যদি বাড়ির কেউ বাইরে থাকে, তা হলে এই দিন বাড়ি ফিরে আসাই শুভ। বাড়ির সকলে মিলে এই উৎসব এক সঙ্গে পালন করতে হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version