।। প্রথম কলকাতা ।।
Sourav Ganguly: এখন ইংল্যান্ডে সপরিবারে ছুটি কাটাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ডোনাকে পাশে নিয়ে দাদাকে দেখা যাচ্ছে এক্কেবারে রোম্যান্টিক মুডে। কখনও সানাকে সঙ্গে নিয়ে রাস্তায় আবার কখনও ডোনাকে নিয়ে নৌকা বিহার করছেন মহারাজ। সেসব ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়ের পর সেভাবে সময় দিতে পারেননি। বেশিরভাগ সময়টাই কেটেছে ক্রিকেটের বাইশ গজে। একটানা মাসের পর মাস থেকেছেন বিদেশ সফরে।
এখন যেন সুদে আসলে সব ডোনাকে ফিরিয়ে দিচ্ছেন সৌরভ। আদর্শ দম্পতির কথা বলা হলে সবার ওপরের সারিতেই থাকবেন সৌরভ ডোনা। একে অপরের কাজকে সম্মান জানিয়ে এসেছেন বরাবর। দিনে দিনে যেন আরও গভীর হয়েছে তাদের ভালোবাসা। দাদাগিরিতে সুযোগ পেলেই ডোনার কথা বলেন সৌরভ। মজার ছলে প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে। ডোনাও মহারাজের কথা বলেন হাসিমুখে। খুব ছোট বেলায় বাবার আদর সেভাবে পায়নি সানাও। এখন সময় সুযোগ পেলেই মেয়ের কাছে পৌঁছে যান সৌরভ ডোনা।এখন কোথায় রয়েছেন সৌরভ ডোনা?
এমনিতে ক্রিকেট থেকে অবসরের পরেও ব্যস্ততা কমেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে। কখনও ক্রিকেট প্রশাসন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন,
তো কখনও সৌরভকে দেখা গিয়েছে জনপ্রিয় টেলিভিশন শোয়ের সঞ্চালকের ভূমিকায়। ধারাভাষ্যকার হিসাবেও দেখা যায় সৌরভকে। সঙ্গে রয়েছে বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্টের কাজও। কার্যত দম ফেলার ফুরসত পান না জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। তবে আপাতত ছুটির মেজাজে রয়েছেন সৌরভ। সঙ্গে স্ত্রী ডোনাও।
টি-২০ বিশ্বকাপে ভারতের খেলা দেখতে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন সৌরভ। নিউ ইয়র্কে ভারতের ম্যাচও দেখেন। সৌরভ-ডোনার সঙ্গে সানাও গিয়েছিলেন নিউ ইয়র্কে।বিশ্বকাপের উন্মাদনার আঁচ তারিয়ে তারিয়ে উপভোগ করেছিলেন। টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে ভারত। আমেরিকা পর্ব মিটিয়ে রোহিত শর্মারা এখন ওয়েস্ট ইন্ডিজে। সৌরভ-ডোনাও পাড়ি দিয়েছেন ইংল্যান্ডে।
কদিন আগেই সপরিবারের মার্কিন মুলুকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার স্ত্রী ডোনা স্বামীর সঙ্গে ছবি দিলেন কেমব্রিজ থেকে। সেখানকার বিখ্যাত বোট রাইড করতে দেখা গেল দুজনকে। তবে আমেরিকা সফরে ডোনা-সৌরভের সঙ্গে ছিলেন তাঁদের কন্যা সানা। এবারে যদিও আর দেখা গেল না তাঁকে। ডোনার শেয়ার করা ছবিটিতে সৌরভের গায়ে নীল টিশার্ট, সঙ্গে জিন্স ও জ্যাকেট। মাথায় টুপি, আর চোখে কালো সানগ্লাস। পাশে ডোনা সাদা পোশাকে, গায়ের জ্যাকেটটি খুলে হাতে ধরে রেখেছেন। তাঁর চোখেও ম্যাচিং কালো সানগ্লাস। এমাসের শেষে দেশে ফেরার কথা তাঁদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম