Weather Update: নিম্নচাপের ইউ টার্ন, তোলপাড় বাংলা, ভয়ের যথেষ্ট কারণ আছে

।। প্রথম কলকাতা ।।

Weather Update: ভয়ানক হড়পা বান! কোথায় তলিয়ে যাচ্ছে বাংলা? হঠাৎ নিম্নচাপের ইউ টার্ন, ফাড়া কাটছে না এখনই। হু হু করে জল ঢুকছে, ভয়ংকর বন্যা, রেড অ্যালার্ট জারি কোন কোন জেলায়? মেঘভাঙা বৃষ্টিতে নামবে ধস? উত্তর থেকে দক্ষিণ, প্রবল দুর্যোগে তোলপাড়। বাড়ছে রিস্ক আবহাওয়ার বড় আপডেট। পূজোর মুখে কোন বিপর্যয়ের মুখে পড়ে গেল বাংলা? বন্যায় ভেসে যেতে পারে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে আরও দুর্যোগের পূর্বাভাস। নিম্নচাপের একটানা বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছে দক্ষিণবঙ্গ। এরমধ্যেই ইউ টার্ন নিল নিম্নচাপ। আর তাতেই বিপদ।

এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অবস্থান করছে। দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর আরো বাড়তে পারে। দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ার জেলাকে সতর্ক করে দিয়েছে নবান্ন। জেলাগুলোর নীচু এলাকা অলরেডি জলের তলায়। সেই সমস্ত জায়গা থেকে প্রচুর মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এখনই বৃষ্টি কমার কোনও চান্স নেই দক্ষিণবঙ্গে। উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে প্রতি মূহুর্তে। আকাশ মেঘলাই থাকবে, বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।

স্বাভাবিকভাবে চাষবাসে ক্ষতির আশঙ্কা। প্যালপিটিশন বাড়ছে। নিম্নচাপের এফেক্টে উত্তরবঙ্গের ও হাল বেহাল। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আরো দুর্যোগের পূর্বাভাস। রয়েছে হড়পা বানের পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে ধস নামার প্রবণতা সবথেকে বশি।অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। শনি, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। নদীর জলস্তর বাড়তে পারে উত্তরেও। নিচু এলাকায় জল জমতে পারে। প্লাবনের আশঙ্কা রয়েছে। তবে কি পুজোর আগেই বন্যা? জানেন,বর্ষার শেষে এরকম ভারী বৃষ্টি কতটা রিস্কের?

আবহাওয়াবিদদের দাবি, বর্ষার শেষে যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়, তাহলে সেটা খারাপ ইঙ্গিত। তাঁদের মতে, বার বার অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এমন হড়পা বান বা বৃষ্টি-বিপর্যয়ের নেপথ্যে রয়েছে নিম্নচাপের টান।বিদায়ের মুহূর্তে বর্ষার ভয়ঙ্কর হয়ে ওঠার পিছনে রয়েছে তাপমাত্রার ওঠা-নামার প্রভাবও। আর প্রকৃতির রোষানলে পড়ে সেই ফলই ভুগতে হয়‌ মানুষকে। আন্দাজ করতে পারছেন কোন বিপদ ঘটতে যাচ্ছে এবার? না, ভয় পাবেন না। প্যানিক করবেন না। সতর্ক থাকুন। আগামী ২-৩ দিনের মধ্যে বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে নিম্নচাপ এখন শুধু সেটাই ভরসা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version