দীঘার রাতের ট্রেন আবার শুরু! ভিড় সামলাতে স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা

।। প্রথম কলকাতা ।।

চালু হল দীঘা যাওয়ার নতুন সেশ্যাল ট্রেন। আবারও মাঝরাতে ট্রেনে উঠে ভোররাতে পৌঁছে যাবেন দীঘায়। শুধু এটা নয়! আরও সুবিধা দিচ্ছে রেল। চোখের নিমেষে পৌঁছে যাবেন সৈকত নগরীতে জানেন ? কত ক্ষণে এই ট্রেনে দীঘা পৌঁছবেন? কোন স্টেশন থেকে কখন ছাড়বে? দীঘায় শর্ট ট্রিপের প্ল্যান করছেন? রাতের ট্রেন কি এবার পাকাপাকি হয়ে গেল? এই ট্রেন তাহলে আপনার সময় বাঁচাবেই।

বনগাঁ- দূীঘা বন্দে ভারত এখনই নয়। অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেলওয়ে। স্পেশাল ট্রেন হিসাবে এই ট্রেনগুলি চালানো হবে। ইতিমধ্যে বিস্তারিত জানাল দক্ষিণ পূর্ব রেলওটে। আগামী এক সপ্তাহ রাতে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। রোজ নয় মাত্র ৭ দিন চলবে। সামনেই আপনার দীঘা ট্রিপ তাহলে জেনে নিন কবে।

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেন নম্বর ০৮০৫৭ সাঁতরাগাছি থেকে ছেড়ে যাবে রাত ১১.৪৫ মিনিটে ভোর ৩.৩০ মিনিটে দীঘা পৌঁছবে। একই ভাবে ০৮০৫৮ ট্রেনটি দীঘা থেকে সকাল ৮ টায় ছাড়বে সেখান থেকে দুপুর সাড়ে ১২ টার মধ্যে সাতরাগাছি পৌঁছে দেবে। ২ সেপ্টেম্বর শনিবার থেকে ৯ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত চলবে। এই পুরো সপ্তাহে আপনি এই ট্রেনগুলোর সুবিধা নিতে পারবেন। ট্রেন সাঁতরাগাছি থেকে ছেড়ে এসে দিঘা পৌঁছনোর পথে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রান ও কাঁথি স্টেশনে দাঁড়াবে।

গত ১৫ অগাস্টেও দিঘা যাওয়ার এই রাতের ট্রেন চালায় পূর্বরেলওয়ে। একবার নয়, ওই সপ্তাহে শনিবার এবং রবিবার স্পেশাল ট্রেনটি চালানো হয়। যা বেশ জনপ্রিয় হয়ে যায়। অফিস সেরে অনেকেই এই ট্রেনে দিঘা পৌঁছে যাচ্ছেন। আর তাতে ভালো রোজগারও হচ্ছে। এই অবস্থায় ফের একবার দিঘা যাওয়ার রাতের স্পেশাল ট্রেন দিল দক্ষিণ পূর্বরেল। যাত্রীদের দাবি, ধীরে ধীরে রেলওয়ে কি দিঘা যাওয়ার রাতের ট্রেন পাকাপাকি চালানোর পথেই হাঁটছে। আর তা হলে ভালোই হবে। যদিও এই বিষয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি তবে শনি এবং রবিবার দিঘা ট্রেনের উপর চাপ বাড়ে বহু মানুষ টিকিট খোঁজেন আর সেই চাপ সামাল দিতেই এই
স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা চলছে বনগাঁ-দিঘা বন্দে ভারত নিয়ে। মূলত বনগাঁ উত্তরের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই ট্রেন চালুর জন্য চিঠি দিতেই শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কি সত্যিই বনগাঁ থেকে দিঘার উদ্দেশে চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস? কোনও সন্দেহ নেই এমন ট্রেন চালু হলে দারুণ ভাবে উপকৃত হবেন উত্তর ২৪ পরগনাবাসী। তার উপর সে ট্রেন যদি বন্দে ভারত হয়, তবে তো পোয়াবারো। এই জেলা থেকে প্রতিদিনই বহু মানুষ দিঘায় ঘুরতে যান। তাই বন্দে ভারতের মতো ট্রেন চালু হলে সত্যি পর্যটকরা উপকৃত হবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version