।। প্রথম কলকাতা ।।
Train Cancelled: পুরনো ব্রিজ ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। তার জন্য বর্ধমান স্টেশনে (Bardhaman Station) পাওয়ার ব্লক। তাই স্বাভাবিকভাবেই বন্ধ ট্রেন পরিষেবা (Cancelled Train Service)। এক দিক থেকে ওভারব্রিজের কাজ শুরু হওয়া অবশ্যই সুখবর। কিন্তু তার জন্য অনেক বেশি দুশ্চিন্তায় ভুগছেন নিত্যযাত্রী থেকে শুরু করে ভিন রাজ্য থেকে আসা যাত্রীরা। বৃহস্পতিবার ভোরের হওয়ার আগেই প্রায় বর্ধমান স্টেশনের পাশে থাকা পুরনো ওভার ব্রিজের কাঠামো তুলে দেওয়া হয়। বর্তমানে পরিষ্কারের কাজ চলছে জোর কদমে তাই গতকাল মধ্যরাত থেকেই পাওয়ার ব্লক করে দেওয়া হয়েছে স্টেশন চত্বরে।
এই পরিস্থিতির প্রভাব হাওড়া স্টেশনে (Howrah Station) খুব একটা দেখা যায়নি। সেখানে শুধুমাত্র বর্ধমান লোকাল চলছে না। বাদ বাকি অন্য রুটেরর পরিষেবা পাওয়া যাচ্ছে। আর বাতিল করা হয়েছে কয়েকটা দূরপাল্লার ট্রেন। কিন্তু এই দূরপাল্লার ট্রেন গুলি বাতিল করার কারণে ভিন্ন রাজ্য থেকে যে সকল যাত্রীরা এসেছেন তাঁরা বেজায় সমস্যার মুখে পড়েছেন নিজেদের গন্তব্যে কীভাবে পৌঁছাবেন এই নিয়ে যথেষ্ট চিন্তায় তাঁরা। সহবত শেখ নামে এক যাত্রী জানান, তাঁর গন্তব্য হল রামগড়। তিনি মুম্বাই থেকে এসেছেন এবং হাওড়া স্টেশনে এসে নেমেছেন। কিন্তু এখানে এসে জানতে পেরেছেন কোন রকম ট্রেনে নেই রামগড়ের জন্য।
ছেলের হার্টের অপারেশন করিয়ে ফেরা সহবত শেখের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। কী করবেন কিছুই বুঝতে পারছেন না তিনি। বাধ্য হয়ে স্টেশনে থাকতে হবে এমনটাই মনে করছেন তাঁরা। ভাস্কর শেট্টি নামে অন্য এক যাত্রী জানান, তার গন্তব্য হল পাটনা। কিন্তু কোন রকম ট্রেন না থাকার কারণে তিনিও কীভাবে পৌঁছবেন বুঝে উঠতে পারছেন না। যদিও রেল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আগামীকাল পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে। কিন্তু যতক্ষণ না নির্ধারিত কাজ সম্পন্ন হচ্ছে ততক্ষণ স্পষ্টভাবে কিছুই বলা সম্ভব হবে না। এটাও জানানো হয়েছে রেলের তরফ থেকে। যাত্রীদের দাবি, তাঁরা এই সম্বন্ধে আগে কিছুই জানতেন না। তাই ভোগান্তির শিকার হতে হল তাদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম