এলওসি পেরোবে ইন্ডিয়ান আর্মি! পাকিস্তান আতঙ্কে কাঁপছে, কার্গিল দিবসে বড় ঘোষণা করে দিল ভারত

।। প্রথম কলকাতা ।।

কার্গিল দিবসে ভারতের হুমকি পাকিস্তানের পায়ের তলার মাটি সরালো। পাকিস্তান রেডি থাকতে বলছে নাগরিকদের। এলওসি যে কোনও মূহুর্তে ক্রস করতে পারে ইন্ডিয়ান আর্মি। কার্গিল দিবসে একটা হুঙ্কার কাঁপিয়ে দিচ্ছে পাকিস্তানকে। ১৯৯৯ যা হয়েছিল এবার কী ভারত তার বদলা নেবে? পাক আর্মি চিফ আসিফ মুনির রেডি তো? ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিয়ে দিলেন আল্টিমেটাম। পাকিস্তান তলায় তলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলছে। ভারত একবার ঝাঁপালে আর কোনওমতেই রক্ষে নেই। ইসলামাবাদের হেড কোর্য়াটারে এত তোলপাড় কেন? কার্গিল দিবসে এমন কোন ওয়ার্নিং দেওয়া হল ভারতের তরফ থেকে? বিশ্বাসঘাতকদের জবাব দেওয়া হবে চোখে চোখ রেখে।

দ্রাস থেকে প্রতিরক্ষা রাজনাথ সিং বলে দিয়েছেন প্রয়োজন পড়লে লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানে ঢুকবে ভারত। হঠাৎ এ মন্তব্য কেন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পিছন থেকে কোন কলকাঠি নাড়ল করাচী? রিপোর্ট বলছে, ২৪ বছর আগে কার্গিল যুদ্ধে পাকিস্তানকে পরাস্ত করেছিল ভারত। বুধবার লাদাখে ‘বিজয় দিবসে’র অনুষ্ঠান থেকে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “১৯৯৯ সালে পাকিস্তান পিছন থেকে ছুরি মেরেছিল ভারতের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল নিয়ন্ত্রণরেখায় বরাবার বেআইনি অনুপ্রবেশ ঘটছে চুপ করে বসে থাকবে না ভারত। দেশের সম্মান এবং মর্যাদা বজায় রাখায় দরকার হলে নিয়ন্ত্রণরেখা ডিঙিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে।”

একেবারে সোজাসাপটা হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজনাথ সিং৷ এ ব্যাপারে সেনাকে প্রস্তুত থাকার জন্য পরামর্শও দিলেন প্রতিরক্ষামন্ত্রী। মনে রাখতে হবে কার্গিল যুদ্ধে সময় ভারত কিন্তু এলওসি অতিক্রম করেনি কিন্তু মনে রাখতে হবে এখন প্রয়োজন পড়লে সেটা করতে পিছুপা হবে না ভারত। কূটনৈতিক মহলের দাবি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এমন হুঁশিয়ারি অলরেডি ঘুম কেড়ে নিয়েছে পাকিস্তানের মাথাদের। দেশের অখণ্ডতা রক্ষায় সেনাকে সাহায্য করার জন্য অসামরিক ব্যক্তিদের কাছে রাজনাথ সিং আবেদন করেন যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version